মালয়েশিয়ার খবর ৭ ডিসেম্বর
কুয়ালালামপুরে রেইড, ৮৪৩ জন অবৈধ গ্রেফতার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১৯:১২
মালয়েশিয়ার কুয়ালালামপুরের সেলায়ং বারুতে এক সমন্বিত রেইডে ৮৪৩ জন অবৈধ বিদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। ৬ ডিসেম্বর রাতের এই অভিযানে আটককৃতদের মধ্যে রয়েছেন ৮০৮ জন পুরুষ ও ৩৫ জন নারী।
আটককৃতের বেশির ভাগই ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের নাগরিক। তবে কতজন বাংলাদেশি এই অভিযানে ধরা পড়েছেন, তা পরিষ্কার নয়।
সেলায়ং বারুতের এলাকাবাসী অভিযোগ করেছিলেন, তারা প্রচুর বিদেশির আনাগোনা দেখতে পাচ্ছিলেন, তারা পথেঘাটে অস্থায়ী দোকানপাট তৈরি করছিলেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতেই পুলিশ, ইমিগ্রেশন, সশস্ত্র বাহিনী মিলে বড়সড় এই রেইড পরিচালনা করে।
আটককৃতের বেশির ভাগেরই পরিচয়পত্র ছিল না। ভিসা বা পাসের শর্ত ভঙ্গ, অতিরিক্ত সময় দেশটিতে থাকার অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে। অবৈধদের বিরুদ্ধে চলমান অভিযানে চলতি মাসে এটাই সবচেয়ে বড় গ্রেফতার সংখ্যা। মালয়েশিয়ায় ট্যুরিস্ট ভিসায় গিয়ে বাংলাদেশিদের বেআইনিভাবে থেকে যাওয়া ও কাজ করার অভিযোগ আছে।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সেমেনিয়া ইমিগ্রেশন ক্যাম্পে নেওয়া হয়েছে।
logo-1-1740906910.png)