দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বিদেশি নাগরিকের সংখ্যা অক্টোবর মাসে প্রথমবারের মতো ২৮ লাখ ছাড়িয়েছে। কাজ, পড়াশোনা ও মৌসুমি কর্মসংস্থানের কারণে দীর্ঘমেয়াদি অবস্থান বেড়ে যাওয়ায় এ সংখ্যা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। দেশটির জনপ্রিয় দৈনিক দি কোরিয়া হেরাল্ড এ সংবাদটি প্রকাশ করেছে।
ন্যায় মন্ত্রণালয়ের অভিবাসন তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে মোট ২৮ লাখ ৩৭ হাজার ৫২৫ জন বিদেশি নাগরিক দক্ষিণ কোরিয়ায় নিবন্ধিত ছিলেন, যা আগের মাসের তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ বেশি।
কোভিড-১৯ মহামারির আগে ২০১৯ সালে বিদেশি বাসিন্দার সংখ্যা সর্বোচ্চ ২৫ লাখ ২৪ হাজারে পৌঁছেছিল। তবে মহামারির সময় ২০২১ সালে তা কমে দাঁড়ায় ১৯ লাখ ৫৬ হাজারে। পরবর্তী সময়ে আবার বৃদ্ধি পেয়ে ২০২৩ সালে ২৫ লাখ ৭ হাজার এবং ২০২৪ সালে ২৬ লাখ ৫০ হাজারে পৌঁছায়।
অভিবাসন তথ্য অনুযায়ী, দীর্ঘমেয়াদি বাসিন্দার সংখ্যা প্রায় ২১ লাখ ৬০ হাজার, যা আগের বছরের তুলনায় ৬ দশমিক ৩ শতাংশ বেশি। অন্যদিকে স্বল্পমেয়াদি বাসিন্দার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৭৬ হাজার, যা ২ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।
ভিসার ধরন অনুযায়ী, মৌসুমি কর্মীদের জন্য নির্ধারিত ই-৮ ভিসাধারীর সংখ্যা সবচেয়ে বেশি হারে বেড়েছে। গত বছরের তুলনায় এ সংখ্যা ৫৮ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬৫ হাজারে। শিক্ষার্থীদের জন্য ডি-২ ভিসাধারীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ২২ হাজার, যা ২২ দশমিক ১ শতাংশ বৃদ্ধি। এছাড়া ই-৯ ভিসাধারী অদক্ষ কর্মীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৩৫ হাজার, যা ২ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।
জাতীয়তার ভিত্তিতে চীনা নাগরিকরা সবচেয়ে বড় অংশীদার। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় বসবাসরত চীনা নাগরিকের সংখ্যা ৯ লাখ ৭৫ হাজার, যা মোট বিদেশি বাসিন্দার ৩৪ দশমিক ৪ শতাংশ। এরপর রয়েছে ভিয়েতনামের নাগরিকরা ১২ দশমিক ৫ শতাংশ, যুক্তরাষ্ট্রের নাগরিকরা ৬ দশমিক ৯ শতাংশ এবং থাইল্যান্ডের নাগরিকরা ৬ শতাংশ।
logo-1-1740906910.png)