ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠি বলেছেন, বাংলাদেশকে এখনো তারা বন্ধু হিসেবেই দেখতে চান। তিনি বলেন, দুই দেশের সম্পর্কের ভিত্তি ঐতিহাসিক এবং পারস্পরিক সহযোগিতার ওপর দাঁড়িয়ে আছে। তাই বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন, ভারত বাংলাদেশকে বন্ধু বলতেই পছন্দ করে।
সম্প্রতি নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। অ্যাডমিরাল ত্রিপাঠি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতা রয়েছে। বিশেষ করে সামরিক ও নৌবাহিনী পর্যায়ে দুই দেশের মধ্যে প্রশিক্ষণ, মহড়া এবং প্রযুক্তি বিনিময় অব্যাহত আছে। তিনি আরো বলেন, প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভারতের নৌবাহিনী প্রধান উল্লেখ করেন, দুই দেশের মধ্যে কিছু রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতা থাকলেও সামরিক সহযোগিতা অব্যাহত রয়েছে। তিনি বলেন, ভারত সব সময় চায় বাংলাদেশ স্থিতিশীল থাকুক এবং উন্নতির পথে এগিয়ে যাক। কারণ, স্থিতিশীল বাংলাদেশ গোটা অঞ্চলের নিরাপত্তা ও উন্নয়নের জন্য অপরিহার্য।
অ্যাডমিরাল ত্রিপাঠি আরো বলেন, ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে সমুদ্রপথে নিরাপত্তা জোরদার হবে। জলদস্যুতা, মানব পাচার ও অবৈধ মাদক পরিবহন রোধে দুই দেশের সহযোগিতা অত্যন্ত কার্যকর হতে পারে। তিনি জানান, ভারত ইতোমধ্যে বাংলাদেশ নৌবাহিনীকে বিভিন্ন প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
তিনি বলেন, ভারত সব সময় বাংলাদেশকে বন্ধু হিসেবে দেখে এসেছে এবং ভবিষ্যতেও সেই সম্পর্ক বজায় রাখতে চায়। দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্কও অত্যন্ত গভীর। তাই রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, জনগণের স্তরে বন্ধুত্ব অটুট থাকবে।
logo-1-1740906910.png)