থাইল্যান্ডে অবৈধভাবে কাজ করা বিদেশিদের বিরুদ্ধে কঠোর অভিযান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪
থাই ইমিগ্রেশন ব্যুরো, রয়্যাল থাই পুলিশ এবং শ্রম মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে দেশজুড়ে ব্যাপক অভিযান চালানো হচ্ছে। বিশেষ করে ব্যাংকক, ফুকেট, চিয়াং মাই, পাতায়া এবং পর্যটনকেন্দ্রিক দ্বীপগুলোতে এই অভিযান জোরদার করা হয়েছে। অক্টোবর থেকে শুরু হওয়া এ কার্যক্রম এখন পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কোনো বিদেশি কাজ করলে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার, জরিমানা এবং দেশ থেকে বহিষ্কার করা হবে। জরিমানার পরিমাণ সর্বোচ্চ এক লাখ বাহত পর্যন্ত হতে পারে এবং পুনরায় প্রবেশে ১০ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। ইতোমধ্যে নির্মাণ, হোটেল-রেস্তোরাঁ, সম্পত্তি বিক্রি এবং ডিজিটাল নোম্যাডদের জনপ্রিয় কো-ওয়ার্কিং স্পেস থেকে ১ হাজার ২০০ জনের বেশি বিদেশিকে গ্রেফতার করা হয়েছে।
থাই আইন অনুযায়ী, ৩৯টি পেশা শুধু স্থানীয় নাগরিকদের জন্য সংরক্ষিত। এর মধ্যে রয়েছে ট্যুর গাইড, নরসুন্দর, খুচরা বিক্রেতা এবং বেশির ভাগ হাতের কাজ। এসব পেশায় বিদেশিদের পাওয়া গেলে তাদের দ্রুত গ্রেপ্তার ও বহিষ্কার করা হচ্ছে। চিয়াং মাইয়ে সম্প্রতি ২৭ জন বিদেশিকে আটক করা হয়েছে, যারা হোস্টেল ও ক্যাফেতে বিনামূল্যে থাকার বিনিময়ে কাজ করছিলেন। কর্তৃপক্ষ এখন এটিকে অবৈধ কর্মসংস্থান হিসেবে গণ্য করছে।
অভিযানে পর্যটক ভিসা, শিক্ষা ভিসা এবং ভিসা এক্সেম্পশন অপব্যবহারকারীদেরও চিহ্নিত করা হচ্ছে। এক বছরের মধ্যে একাধিকবার ভিসা এক্সেম্পশন নেওয়া হলে সন্দেহ করা হচ্ছে তারা আসলে কাজ করছেন। অনেক ডিজিটাল নোম্যাড যারা পর্যটক ভিসায় থেকে অনলাইনে ব্যবসা চালাচ্ছিলেন, তাদেরও আটক ও বহিষ্কার করা হয়েছে।
শুধু বিদেশি নয়, থাই নিয়োগকর্তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া বিদেশি নিয়োগ করলে প্রতি কর্মীর জন্য সর্বোচ্চ এক লাখ বাহত জরিমানা এবং পুনরাবৃত্তি ঘটলে তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ফুকেটে একটি ভিলা ম্যানেজমেন্ট কোম্পানিকে আট বিদেশি অবৈধভাবে নিয়োগ দেওয়ার কারণে ৮ লাখ বাহত জরিমানা করা হয়েছে।
বর্তমানে ব্যাংকক ও অন্যান্য ডিটেনশন সেন্টারে ৬০০ এর বেশি বিদেশি বহিষ্কারের অপেক্ষায় রয়েছে, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। থাই কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, পর্যটক, অবসরপ্রাপ্ত এবং বৈধভাবে কর্মরত বিদেশিদের স্বাগত জানানো হবে, কিন্তু যারা পর্যটক ভিসায় দীর্ঘ সময় থেকে কাজ করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
logo-1-1740906910.png)