হংকংয়ের অ্যাপার্টমেন্টে আগুনে নিহত ৪৪, নিখোঁজ ২৭৯ জন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১২:৩০
হংকংয়ের তাই পো এলাকার ওয়াং ফুক আবাসিক কমপ্লেক্সের আগুন এখনো নেভেনি। আগুন লাগার ১৮ ঘণ্টা পর বৃহস্পতিবার সকালেও ভবনগুলো থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা গেছে। কোথাও কোথাও ছোট ছোট আগুনের শিখাও জ্বলছিল। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু, ৪৫ জন গুরুতর আহত এবং ২৭৯ জন নিখোঁজ রয়েছেন।
হংকংয়ের প্রধান নির্বাহী জন লি বুধবার (২৬ নভেম্বর) রাতে হতাহতের তথ্য জানান। ফায়ার সার্ভিস জানায়, বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে বহুতল ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুনের পর কমপ্লেক্সের শত শত বাসিন্দাকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। যাদের প্রয়োজন, তাদের জরুরি আবাসনের ব্যবস্থা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৮টায়ও চারপাশে কালো ধোঁয়া দেখা যায়। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কমপ্লেক্সের মোট আটটি ভবনের মধ্যে চারটি পুরোপুরি পুড়ে গেছে, তিনটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন সম্পূর্ণ নেভাতে আজও সারা দিন সময় লাগতে পারে।
logo-1-1740906910.png)