Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ২৪ নভেম্বর

প্রবল বন্যার কবলে মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৪:২৫

প্রবল বন্যার কবলে মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ড

প্রবল বর্ষণে বন্যার কবলে পড়ছে মালয়েশিয়া, ভিয়েতনাম আর থাইল্যান্ডের বিস্তৃর্ণ এলাকা। এর মধ্যে ভিয়েতনামের বন্যা পরিস্থিতি দ্রুত অবনতি ঘটছে। মালয়েশিয়ানদের ভিয়েতনাম ও থাইল্যান্ড সফর বাতিলের পরামর্শ দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি মোহামাদ হাসান। 

মালয়েশিয়ায় বিভিন্ন রাজ্যে বন্যাদুর্গত মানুষের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ১১ হাজার। এর মধ্যে কেলানতানে সেই সংখ্যা ৮ হাজার ২৪৮। তারা ৩৩টি আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছেন। 

বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় পেনাং, পার্লিস, কেদাহ, তেরেংগানু ও কেলানতানে বন্যা আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেলেঙ্গরও সোমবার থেকে বন্যার কবলে পড়েছে। সরকারের পক্ষ থেকে বন্যাদু্র্গতদের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।  

এছাড়া শাহ আলমের বিভিন্ন এলাকায় বন্যার পানি বাড়ছে। সেলেঙ্গর থেকে ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। ১০টি পরিবারের ৩৯ জনকে দেওয়ান শ্রী বারনাম এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। বন্যার পানি নেমে গেলে ইলেকট্রিসিটি ও গ্যাসের ব্যবহার নিয়ে সতর্ক থাকার কথা বলেছে কর্তৃপক্ষ। 

মালয়েশিয়ায় থাকা সাড়ে ৯ লাখ প্রবাসী বাংলাদেশিরও এ সময় সতর্ক থাকা প্রয়োজন বলে জানাচ্ছেন প্রবাসীরা। 

Logo