মালয়েশিয়ার খবর ২০ নভেম্বর
মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়ে বহু গ্রেফতার, আছেন বাংলাদেশিরাও
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৮:৪৬
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ ক্যামেরন হাইল্যান্ড এলাকায় বড়োসড়ো অভিযানে ৪৬৮ জন বিদেশিকে গ্রেফতার করেছে। এতে রয়েছেন ১৭৪ জন বাংলাদেশি। বেরনামা এই খবর দিয়েছে।
ক্যামেরন হাইল্যান্ডে স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানে অভিযান চালায় ইমিগ্রেশন বিভাগের ৫৪৭ জনের একটি বড় টিম। একটি কারখানায় বিদেশি শ্রমিকরা সবজি প্যাকিংয়ের কাজে ছিলেন, ফলে অভিযানের বিষয় তাদের তাৎক্ষণিক নজরে ছিল না। মোট ১৮৮৬ জন বিদেশি কর্মীকে তল্লাশি করা হয়। এতে ধরা পড়েন ৫৪৭ জন। গ্রেফতারকৃতদের পাস বা ট্রাভেল ডকুমেন্ট না থাকাসহ নানা অভিযোগে গ্রেফতার করা হয়।
তল্লাশিতে ১৭৪ বাংলাদেশি ছাড়াও গ্রেফতার করা হয়েছে ১৭৫ জন মিয়ানমারের নাগরিক, ইন্দোনেশিয়ার ৬৭ জন, ২০ জন নেপালি, ১৬ পাকিস্তানি, ১১ ভারতীয় অনথিভুক্ত অভিবাসী। এদের মধ্যে ৩৮৮ জন পুরুষ, ৭৬ জন নারী আর চারটি শিশুও রয়েছে।
গ্রেফতার হওয়াদের কেলানতান, পেরেক ও সেলেঙ্গর ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। পুলিশের দেওয়া তথ্য বলছে, এ বছরে শুরু হওয়া গ্রেফতার অভিযানে ১৮ নভেম্বর পর্যন্ত পুরো মালয়েশিয়ায় ৮৩ হাজার ৯৯৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
logo-1-1740906910.png)