মালয়েশিয়ার খবর ১৯ নভেম্বর
মালয়েশিয়ায় বাথরুমের ছাদ ভেঙে পড়ল বিশাল অজগর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৮:৪১
মালয়েশিয়ার সুনগাই পেতানির একটি বাড়িতে হঠাৎ বাথরুমের ছাদ ভেঙে পড়েছে প্রায় ৬০ কেজি ও পাঁচ মিটার লম্বা এক বিশাল অজগর। ঘটনার আগের দিন বাড়ির কিশোরী ছাদের ফাটল দেখে ভেবেছিল সেখানে কোনো কাপড় বা পর্দার অংশ আটকে আছে। ছবি পাঠিয়ে মায়ের সঙ্গে পরামর্শও করে, কিন্তু প্রকৃতপক্ষে সেটি ছিল লুকিয়ে থাকা অজগরের দেহের অংশ, যা তারা কেউই বুঝতে পারেনি। পরদিন বিকেলে ছাদের ফাটল আরো নড়ে উঠলে বিষয়টি সন্দেহজনক মনে হয় পরিবারের কাছে। পরে দ্রুত মালয়েশিয়ান সিভিল ডিফেন্স বাহিনীকে খবর দেওয়া হলে উদ্ধারকর্মীরা এসে অজগরটি বের করার চেষ্টা শুরু করেন। নিউ স্ট্রেইটস টাইমস এ খবর দিয়েছে।
উদ্ধারকাজ চলাকালে সাপটি প্রথমে ছাদের ভেতরেই নড়াচড়া করছিল। কিছুক্ষণ পর হঠাৎ ভয়ংকর শব্দ করে পুরো অজগরটি ধপাস করে বাথরুমের মেঝেতে পড়ে যায়, আর তাতেই সৃষ্টি হয় তীব্র আতঙ্ক ও বিশৃঙ্খলা। বিশাল আকৃতির সাপটিকে নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকর্মীদের বেশ কষ্ট করতে হয়। তারা ধারণা করছেন, আশপাশের জলাভূমি ও ঝোপঝাড় থেকে খাবারের খোঁজে সাপটি ছাদের একটি ফাঁক ধরে বাড়ির ভেতরে ঢুকে পড়েছিল।
পুরো ঘটনার পর পরিবারটি এখনো আতঙ্ক কাটাতে পারেনি। তারা জানিয়েছেন, ঘটনাটি না ঘটলে বুঝতেই পারতেন না, যে এত বড় একটি সাপ তাদের মাথার ওপরই লুকিয়ে ছিল। ভবিষ্যতে বাড়ির ছাদ ও আশপাশ নিয়মিত পর্যবেক্ষণ করার কথাও তারা জানিয়েছেন।
logo-1-1740906910.png)