Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ১৮ অক্টোবর

মাদকের বিরুদ্ধে ক্র্যাকডাউন চলছে মালয়েশিয়ায়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১৫:৩২

মাদকের বিরুদ্ধে ক্র্যাকডাউন চলছে মালয়েশিয়ায়

মালয়েশিয়ার পুলিশ বাহিনী মাদকের বিরুদ্ধে একপ্রকার ক্র্যাকডাউন শুরু করেছে। তারা হানা দিচ্ছে বাসাবাড়িতেও। একটি আবাসিক অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে বিদেশি নাগরিকদের পরিচালিত একটি মাদকের আস্তানা খুঁজে পেয়েছে দেশটির পুলিশ। 

অভিযানের শুরুতেই একটি সন্দেহজনক ব্যাগ লুকিয়ে ফেলতে চাওয়া এক বিদেশি যুবক নজরে আসে পুলিশের। পরে ব্যাগটি উদ্ধার করে দেখা যায়, সেখানে রয়েছে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম। তারপর সেই অ্যাপার্টমেন্ট থেকে এক দম্পতি ও আরেক নারীসহ তিন বিদেশিকে আটক করে পুলিশ। বেরনামা এ খবর দিয়েছে। 

পুলিশ জানিয়েছে, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চলা অবৈধ কর্মকাণ্ডের তথ্য পাওয়ার পরই বিশেষ দল নিয়ে অভিযান চালানো হয়। এ সময় পুরো কমপ্লেক্স ঘিরে মোট ২৮৫ জন বিদেশিকে শনাক্ত ও জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে ইমিগ্রেশন আইন লঙ্ঘন, ভিসার মেয়াদোত্তীর্ণ থাকা, অবৈধভাবে কর্মসংস্থানে জড়িত থাকা ও সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে মোট ৯৫ জনকে আটক করা হয়েছে। 

মাদকের আস্তানা আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ায় স্থানীয় নিরাপত্তা ও সামাজিক পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়ছে। সেই সাথে বাড়ছে অভিযানও। ফলে মালয়েশিয়ায় থাকা প্রায় ৯ লাখ প্রবাসীর মাদক থেকে দূরে থাকার পরামর্শ দেশটিতে থাকা বাংলাদেশিদের। 

Logo