Logo
×

Follow Us

এশিয়া

পামির মালভূমি: বিশ্বের ছাদে ভ্রমণের অভিজ্ঞতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৭:১১

পামির মালভূমি: বিশ্বের ছাদে ভ্রমণের অভিজ্ঞতা

মধ্য এশিয়ার অন্তরে দাঁড়িয়ে আছে পামির মালভূমি, যাকে বলা হয় “Roof of the World”। প্রায় ৪ হাজার মিটার উচ্চতায় বিস্তৃত এই মালভূমি ভ্রমণকারীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। এখানে দাঁড়িয়ে মনে হয় আকাশ যেন হাতের নাগালে।  

পামির মালভূমি মূলত তাজিকিস্তানের গোরনো-বাদাখশান অঞ্চলে অবস্থিত। এর বিস্তার আফগানিস্তানের ওয়াখান করিডোর, চীনের শিনজিয়াং এবং কিরগিজস্তান পর্যন্ত ছড়িয়ে গেছে। এটি এশিয়ার পাঁচটি মহাপর্বতমালার মিলনস্থল- হিমালয়, কারাকোরাম, হিন্দুকুশ, কুনলুন ও তিয়ান শান। ফলে ভ্রমণকারীরা এখানে এসে একসাথে বহু পর্বতশ্রেণির মহিমা উপভোগ করতে পারেন।  

পামির মালভূমি বরফে ঢাকা শৃঙ্গ, গভীর উপত্যকা ও হিমবাহে ভরপুর। বিশ্বের সবচেয়ে বড় অ-ধ্রুবীয় হিমবাহ ফেদচেঙ্কো গ্লেসিয়ার এখানেই অবস্থিত, যার দৈর্ঘ্য প্রায় ৭৭ কিলোমিটার। শীতকালে তাপমাত্রা নেমে যায় মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসে, আর গ্রীষ্মে থাকে শীতল ও আরামদায়ক আবহাওয়া।  

পামির মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হলো ইসমাইল সোমনি পিক (৭,৪৯৫ মিটার), যা একসময় “কমিউনিজম পিক” নামে পরিচিত ছিল। এছাড়া ইনডিপেনডেন্স পিক (৭,১৩৪ মিটার) ও কাউফম্যান পিক (৬,৭২৩ মিটার) ভ্রমণকারীদের কাছে সমান আকর্ষণীয়।  

প্রাচীন সিল্ক রোডের গুরুত্বপূর্ণ অংশ ছিল পামির মালভূমি। শত শত বছর ধরে এটি পূর্ব ও পশ্চিমের মধ্যে বাণিজ্য ও সংস্কৃতির সেতুবন্ধন হিসেবে কাজ করেছে। এখানকার গ্রামগুলো পৃথিবীর অন্যতম উচ্চতম স্থানে অবস্থিত, যেখানে মানুষ এখনো ঐতিহ্যবাহী জীবনযাপন করে।  

পামির মালভূমি ভ্রমণ মানে প্রকৃতির সঙ্গে সরাসরি মিশে যাওয়া। এখানে ট্রেকিং, হিমবাহ দর্শন, স্থানীয় সংস্কৃতি অন্বেষণ; সবই ভ্রমণকারীদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। আকাশছোঁয়া শৃঙ্গ, নীলাভ হ্রদ আর প্রাচীন পথের আবহ ভ্রমণকারীদের মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়।  

পামির মালভূমি শুধু ভৌগোলিক বিস্ময় নয়, বরং ইতিহাস, সংস্কৃতি ও প্রকৃতির মিলনস্থল। ভ্রমণকারীদের জন্য এটি এক অনন্য গন্তব্য, যেখানে দাঁড়িয়ে সত্যিই মনে হয় এটাই বিশ্বের ছাদ। 

Logo