Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ১৬ নভেম্বর

টেকনাফ-মিয়ানমার সমুদ্রসীমায় মানব পাচারকারীরা সক্রিয়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৫:৫৫

টেকনাফ-মিয়ানমার সমুদ্রসীমায় মানব পাচারকারীরা সক্রিয়

নৌকায় করে মানব পাচারের আগে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের টেকনাফ ও বাইতাডংয়ের পাঁচটি এলাকায় ৩০০ জনকে জড়ো করা হয়েছিল বলে অভিযোগ করেছে মালয়েশিয়ান পুলিশ। সেখান থেকেই বড় নৌকা করে পাচারের উদ্দেশ্যে মালয়েশিয়া-থাইল্যান্ড সমুদ্রসীমায় নেওয়া হয়, যাতে সম্প্রতি একটি ছোট নৌকাডুবিতে প্রাণহানির ঘটনা ঘটেছে।

দেশটির পুলিশ আরো অভিযোগ করেছে, সমুদ্রে এমন মানব পাচারের সিন্ডিকেটগুলো প্রতিবেশী দেশগুলোতে তৎপর রয়েছে। মানব পাচারের সিন্ডিকেটগুলোকে শনাক্ত করতে ইন্টারপোল ও আসিয়ানপোল কাজ শুরু করেছে। এ খবর দিয়েছে বেরনামা।

মালয়েশিয়ার কেদাহ পুলিশ প্রধান দাতুক আদজিল আবু সালেহ জানিয়েছেন, নৌকাডুবিতে বেঁচে যাওয়া ১৪ জনকে জেরা করে তারা জানতে পেরেছেন, নৌকায় করে আনাদের হাতে চিরকুটে পাচার সিন্ডিকেট এজেন্টদের ফোন নম্বর ছিল। বেঁচে যাওয়ারা জানিয়েছে, মালয়েশিয়ায় পৌঁছানোর পর এজেন্টদের হাতে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পাচার হওয়াদের পরিবারের পক্ষ থেকে।

গত ৮ নভেম্বর মালয়েশিয়া-থাইল্যান্ড সমুদ্রসীমানায় নৌকাডুবির ঘটনায় ২৯ জনের প্রাণহানি ঘটে। ১৪ জনকে জীবিত উদ্ধার করে মালয়েশিয়ার নৌ প্রতিরক্ষা বাহিনী। বেঁচে যাওয়াদের দুজন বাংলাদেশি।

Logo