মালয়েশিয়ার খবর ১৪ নভেম্বর
স্ট্যাম্পবিহীন পাসপোর্ট রাখার দায়ে বাংলাদেশিসহ ২০০ বিদেশি আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ১৭:১৩
মালয়েশিয়ার কুয়ালালামপুরে স্ট্যাম্পবিহীন খালি পাসপোর্ট রাখার দায়ে বাংলাদেশিসহ ২০০ বিদেশিকে আটক করেছে দেশটির পুলিশ।পুলিশের ধারণা, মালয়েশিয়ায় অবৈধভাবে থাকার দায় এড়াতেই এমন খালি পাসপোর্ট ব্যবহার করেছিলেন আটককৃতরা। বেরনামা এই খবর দিয়েছে।
সেলেঙ্গর ইমিগ্রেশন পুলিশের পরিচালক খাইরুল আমিনুস কামারুদ্দিন অভিযোগ করেছেন, কুয়ালালামপুরে অবস্থিত বিদেশি দূতাবাসগুলো তিনটি খালি পাসপোর্ট ইস্যু করেছে বলে ধারণা করা হচ্ছে, যেগুলো ওই ব্যক্তি-ধারকদের আগের অভিবাসন রেকর্ড ঢাকতে ব্যবহার করা হয়েছে।
তিনি আরো জানান, এসব বিদেশি পুরনো পাসপোর্ট হারিয়েছেন বা মেয়াদোত্তীর্ণ হয়েছে বলে দাবি করেছেন এবং এরপর নতুন পাসপোর্ট নেওয়া হয়েছে।
পুলিশের এই কর্মকর্তারা আহ্বান জানিয়েছেন, আরো যারা একইভাবে স্ট্যাম্পবিহীন খালি পাসপোর্ট নিয়ে দেশটিতে অবস্থান করছেন, তারা আত্মসমর্পণ করে জেল খাটা ছাড়াই তাদের নিজ দেশে ফিরতে পারবেন।
বাংলাদেশের কর্মী ছাড়াও আটককৃতদেরর মধ্যে আছেন মিয়ানমার, নেপাল, ফিলিপািন ও পাপুয়া নিউগিনির নাগরিক। এদের বিরুদ্ধে অবৈধ অবস্থান, বৈধ পাস ছাড়া প্রবেশ বা অনুমোদনের শর্ত লঙ্ঘনের অভিযোগ রয়েছে। তাদের তদন্তের জন্য সেলাঙ্গরের শাহ আলম ইমিগ্রেশন সদর দপ্তরে নেওয়া হয়েছে।
logo-1-1740906910.png)