Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ১২ নভেম্বর

লংকাবিতে নৌকাডুবির ঘটনায় আরো চার মৃতদেহ উদ্ধার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১৯:০৯

লংকাবিতে নৌকাডুবির ঘটনায় আরো চার মৃতদেহ উদ্ধার

মালয়-থাই সমুদ্রসীমার লংকাবিতে নৌকাডুবির ঘটনায় আরো চারজনের মৃতদেহ উদ্ধার করেছে মালয়েশিয়ার নৌ প্রতিরক্ষা বাহিনী। এ নিয়ে গত ৯ নভেম্বরের পর এখন পর্যন্ত ২০টি মৃতদেহ উদ্ধার করল দেশটি। আর সমুদ্রে ভাসমান অবস্থায় ১৪ জনকে জীবিত উদ্ধার করে মালয়েশিয়া। তার মধ্যে ২ বাংলাদেশিকেও জীবিত উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে সাতজন পুরুষ, নয়জন নারী এবং দুটি ছেলে ও দুটি মেয়ে ছিল। 

গত ৯ নভেম্বর মালয়েশিয়া-থাইল্যান্ড উপকূলে ৭০ জন অভিবাসীসহ নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাটিতে রোহিঙ্গা ও বাংলাদেশিরা ছিলেন বলে জানায় মালয়েশিয়ান পুলিশ। ৩০০ অবৈধ অভিবাসী নিয়ে একটি বড় নৌকা মিয়ানমারের রাখাইন উপকূল থেকে মালয়েশিয়ার দিকে যাত্রা করে। পরে ছোট ছোট নৌকায় নেমে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করে। তবে কী কারণে নৌকাডুবির ঘটনা ঘটেছিল, তা জানা যায়নি।  

মালয়েশিয়ার নৌ প্রতিরক্ষা বাহিনী এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। নতুন করে জীবিত কাউকে উদ্ধার করার আশা ছেড়ে দিয়েছেন মালয়েশিয়ার উদ্ধার অভিযানের কর্মকর্তারা। 

Logo