Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ১১ নভেম্বর

মালয়েশিয়ার সমুদ্র তীরে আরো ৪ মৃতদেহ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ২০:৪১

মালয়েশিয়ার সমুদ্র তীরে আরো ৪ মৃতদেহ

মালয়েশিয়া-থাইল্যান্ড সমুদ্রসীমায় নৌকাডুবির ঘটনায় আরো চার মৃতদেহ উদ্ধার করেছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় ১৬ মৃতদেহ উদ্ধার করল দেশটির পুলিশ।

অভিযানের সময় জীবিত একজনকে উদ্ধার করতে পেরেছে তারা। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় জীবিত ১৪ জনকে উদ্ধার করা হয়েছে।মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি জানিয়েছে, তারা তাদের  সমুদ্রসীমায় ২৭২ নটিক্যাল মাইলজুড়ে তল্লাশি চালিয়ে মৃতদেহগুলো খুঁজে পায়। তবে সমুদ্র উত্তাল থাকায় অভিযান পরিচালনায় তাদের বেগ পেতে হয়েছে। তবু বাকি মরদেহগুলো খুঁজে পাওয়ার চেষ্টা করছে তারা।

এদিকে নৌকাডুবির ঘটনায় ৯ জনের মৃতদেহ পেয়েছে থাইল্যান্ড কর্তৃপক্ষ। এনিয়ে দুই দেশের উদ্ধার অভিযানে ২৫টি মৃতদেহ পাওয়া গেল। মালয়-থাই জলসীমায় ডুবে যাওয়া নৌকাটিতে ৭০ জন অভিবাসী ছিল, যারা মিয়ানমারের রোহিঙ্গা অধ্যুষিত এলাকা থেকে মালয়েশিয়ার দিকে যাত্রা করেছিল বলে মালয়েশিয়া পুলিশের ধারণা। আর তাতে রোহিঙ্গা ছাড়া বাংলাদেশিরাও ছিল। এর মধ্যে দুইজন বাংলাদেশিকে জীবিত উদ্ধার করেছে মালয়েশিয়া পুলিশ।

Logo