১.৫ কোটি রুপির ভিসা প্রতারণা: ভারতে এমবিএ গ্র্যাজুয়েট গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৮:২৭
ভারতে বড় ধরনের ভিসা প্রতারণা চক্রের হদিস পেয়েছে পুলিশ। প্রায় ১.৫ কোটি রুপির ভিসা জালিয়াতি মামলায় পাঞ্জাবের অধিবাসী সাহিল শর্মা নামে এক এমবিএ গ্র্যাজুয়েটকে গ্রেপ্তার করেছে তারা। দীর্ঘ কয়েক মাস ধরে প্রবাসীর ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন এই অভিযুক্ত।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি নিজেকে বিদেশে পড়াশোনা ও চাকরির বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিতেন। তিনি হরিয়ানা ও পাঞ্জাব প্রদেশের ভুক্তভোগীদের ইউরোপ, কানাডা ও মধ্যপ্রাচ্যে পাঠানোর প্রতিশ্রুতি দিতেন। ভিসা ও চাকরির নিশ্চয়তা দিয়ে তিনি প্রতিজনের কাছ থেকে কয়েক লাখ রুপি নিতেন।
ভুক্তভোগীদের অনেকেই মধ্যবিত্ত পরিবার থেকে আসা, যারা জীবনের সঞ্চয় বা ঋণ নিয়ে টাকা দিয়েছিলেন। কিন্তু প্রতিশ্রুত ভিসা বা চাকরি কেউ পাননি।
অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। দেখা যায়, প্রতারণার মাধ্যমে তিনি প্রায় ১.৫ কোটি রুপি হাতিয়ে নিয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়।
কয়েক মাস আত্মগোপনে থাকার পর অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তদন্তকারীরা বলছেন, তিনি ভুয়া নথি, জাল ভিসা কাগজপত্র এবং ভুয়া নিয়োগপত্র ব্যবহার করতেন।
প্রতারণার শিকার অনেক পরিবার এখন আর্থিক সংকটে পড়েছে। কেউ ঋণ শোধ করতে হিমশিম খাচ্ছেন, কেউ আবার বিদেশে যাওয়ার স্বপ্ন ভেঙে মানসিকভাবে ভেঙে পড়েছেন।
পুলিশ জানিয়েছে, বিদেশে পড়াশোনা বা চাকরির নামে প্রতারণা বেড়ে গেছে। তাই সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। কোনো এজেন্ট বা প্রতিষ্ঠানের মাধ্যমে ভিসা বা চাকরির প্রস্তাব পেলে অবশ্যই তার বৈধতা যাচাই করতে হবে।
logo-1-1740906910.png)