Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ১০ নভেম্বর

দুই বাংলাদেশিকে সন্দেহ মালয়েশিয়া পুলিশের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:৫৭

দুই বাংলাদেশিকে সন্দেহ মালয়েশিয়া পুলিশের

সাগরে নৌকাডুবির ঘটনায় মালয়েশিয়া পুলিশ নিশ্চিত হয়েছে যে, মালয়েশিয়া ও মিয়ানমারে একটি শক্তিশালী মানব পাচারকারী সিন্ডিকেট সক্রিয় রয়েছে। সেই সিন্ডিকেটের কারণেই মালয়েশিয়া-থাইল্যান্ড জলসীমায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ খবর দিয়েছে নিউ স্ট্রেইট টাইমস।

নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া দুই বাংলাদেশি নজরদারিতে মালয়েশিয়া পুলিশের। তাদের ধারণা, মানব পাচার সিন্ডিকেটের সাথে বেঁচে যাওয়া দুই বাংলাদেশির সম্পৃক্ততা থাকতে পারে। বেঁচে যাওয়াদের কাছ থেকে মিয়ানমার ও মালয়েশিয়ার বেশ কয়েকজনের ফোন নম্বর পাওয়া গেছে, যারা তাদের সাথে যোগাযোগ করছিল। পুলিশের সন্দেহ, এরা মালয়েশিয়ায় মানব পাচারের মূলহোতা হওয়ার সম্ভাবনা।  

ডুবে যাওয়া নৌকাটিতে ৭০ জন অভিবাসী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। যদিও আগে ধারণা করা হয়েছিল যে নৌকায় শখানেক অভিবাসী ছিল। ডুবে যাওয়া নৌকার ধ্বংসাবশেষ পায়নি মালয়েশিয়ার পুলিশ। তবে বেঁচে যাওয়া আর কোনো যাত্রীর সন্ধান পাওয়া যায়নি।

শনিবার থাই-মালয়েশিয়া সমুদ্রসীমায় নৌকাডুবির ঘটনা ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।  

Logo