মালয়েশিয়ার খবর ৯ নভেম্বর
থাই-মালয় সাগরে নৌকাডুবি: ১ বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার, শতাধিক প্রাণহানির শঙ্কা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ১২:৪০
শতাধিক অনথিভুক্ত অভিবাসী নিয়ে থাইল্যান্ড উপকূলে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। সাগরে ভাসতে থাকা অবস্থায় এক বাংলাদেশি, দুই রোহিঙ্গা ও তিন মিয়ানমারের নাগরিককে উদ্ধার করেছে মালয়েশিয়ার পুলিশ। এ সময় এক রোহিঙ্গা নারীর লাশ সাগরে ভাসছিল। নৌকাটিতে বিভিন্ন দেশের শখানেক নাগরিক ছিলেন বলে অনুমান মালয়েশিয়া পুলিশের। মালয়েশিয়ার সংবাদ মাধ্যম বেরনামা এ খবর দিয়েছে।
মালয়েশিয়ার কেদাহ পুলিশপ্রধান দাতুক আজলি আবু শাহ জানিয়েছেন, এক মাস আগে তিন শতাধিক অভিবাসী নিয়ে মালয়েশিয়ার জলসীমায় প্রবেশ করেছিল একটি বড় জাহাজ। সেই জাহাজ থেকে ছোট তিনটি নৌকায় নেমে আসেন যাত্রীরা। ছোট তিন নৌকায় ১০০ করে যাত্রী ছিলেন বলে মালয়েশিয়া পুলিশের ধারণা।
সেখানে থাই জলসীমায় কোনো একটা জাহাজ ডুবি হলে মৃতদেহগুলো ও জীবিতদের কেউ কেউ মালয়েশিয়ার জলসীমা চলে আসে। সাগরে ভেসে আসা এমনই ৬ জনকে লংকাবি জেলার পুলিশ হেডকোয়ার্টারে রাখা হয়েছে।
logo-1-1740906910.png)