Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ায় আট মাসে ২ লাখের বেশি বাংলাদেশি পর্যটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৮:২৭

মালয়েশিয়ায় আট মাসে ২ লাখের বেশি বাংলাদেশি পর্যটক

মালয়েশিয়ায় আট মাসে ২ লাখের বেশি বাংলাদেশি পর্যটক এসেছেন বলে জানিয়েছে দেশটি।

মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতি উপমন্ত্রী দাতুক খাইরুল ফিরদাউস আকবর খান কুয়ালালামপুরের মেরকিউর হোটেলে নিরব এসডিএন বিএইচডি আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ তথ্য জানান। তিনি বলেন, “এই অর্জন আমাদের পারস্পরিক বন্ধুত্ব, আস্থা ও সহযোগিতার দৃঢ়তার প্রতিফলন।” বিডিনিউজ টোয়েন্টিফোর এ নিউজটি প্রকাশ করে। 

অনুষ্ঠানে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে নিরব এসডিএন বিএইচডির সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশের হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্য) প্রণব কুমার ঘোষ, পাসপোর্ট উইং প্রধান ইয়াসিন কবিরসহ দুই দেশের সরকারি-বেসরকারি প্রতিনিধি, পর্যটন উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা।

উপমন্ত্রী জানান, মালয়েশিয়া এখন বিশ্বমানের চিকিৎসা, শিক্ষা ও পর্যটনের অন্যতম কেন্দ্র হিসেবে স্বীকৃত। জোহর মেডিকেল গ্রুপ (কেপিজে), কেএল ফার্টিলিটি, প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার ও হেল্প ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের বাজারে সক্রিয়ভাবে কাজ করছে।

তিনি আরো বলেন, “পর্যটন মালয়েশিয়া বাংলাদেশের বাজারে সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছে। ঢাকায় অনুষ্ঠিত ‘ঢাকা ট্রাভেল মার্ট’ ও আসন্ন ‘বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার’-এ অংশগ্রহণের পাশাপাশি ঢাকা, সিলেট ও চট্টগ্রামে বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”

নিরব এসডিএন বিএইচডির প্রধান নির্বাহী কর্মকর্তা গিয়াস আহমদ বলেন, “আমরা মালয়েশিয়া ও বাংলাদেশের মানুষের মধ্যে একটি বিশ্বাসের সেতু তৈরি করছি। প্রতিটি রোগী ও শিক্ষার্থী যেন পেশাদার, সৎ ও সহানুভূতিশীল সেবার অভিজ্ঞতা পান, এটাই আমাদের লক্ষ্য।”

উপমন্ত্রী খাইরুল ফিরদাউস আশাবাদ ব্যক্ত করেন, সরকারি ও বেসরকারি খাতের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো উচ্চতায় পৌঁছাবে এবং পারস্পরিক উন্নয়ন ও জনগণের কল্যাণে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Logo