মালয়েশিয়ার খবর ৬ নভেম্বর
মালয়েশিয়ায় অনথিভুক্ত বাংলাদেশিসহ ১৮৪ জন আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১৬:১১
মালয়েশিয়ার নিলাই এলাকায় অনথিভুক্ত ও বৈধ কাজের অনুমতি না থাকায় বাংলাদেশিসহ মোট ১৮৪ জন বিদেশি শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে প্রায় চার ঘণ্টাব্যাপী পরিচালিত অভিযানে নিলাইয়ের একটি ব্যাটারি কারখানা থেকে এসব শ্রমিককে আটক করা হয়। বেরনামা এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, আটককৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিয়ানমার, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার নাগরিকও রয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযানের সময় দেখা যায়, অনেকের বৈধ কাজের পারমিট বা পাসপোর্ট নেই, কেউ কেউ আবার ভিসার মেয়াদ শেষ হলেও দেশে ফেরেননি।
আটক শ্রমিকদের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে মামলা দিয়ে লেনগেং ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে, যাতে শ্রমবাজারে শৃঙ্খলা ও বৈধ কর্মসংস্থান নিশ্চিত করা যায়।
logo-1-1740906910.png)