Logo
×

Follow Us

এশিয়া

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের এনআইডি নিবন্ধন শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১০:১৫

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের এনআইডি নিবন্ধন শুরু

মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা প্রবাসীদের বিদেশ থেকেই ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার সুযোগ দিচ্ছে।

৪ নভেম্বর মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত মতবিনিময় সভায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল, যারা প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. নাজমুল ইসলাম। তিনি বলেন, “এই নিবন্ধন কার্যক্রম শুধু ভোটাধিকার নিশ্চিত করবে না, বরং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণের নতুন দিগন্ত উন্মোচন করবে।”

তিনি আরো বলেন, “দেশের বাইরে থাকা কোটি প্রবাসী বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি ও আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের ভোটের মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হওয়া একটি যুগান্তকারী পদক্ষেপ।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ডি. এম. আতিকুর রহমান। এছাড়া মিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ, মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান এবং কমিউনিটির অন্যান্য নেতারা অনুষ্ঠানে অংশ নেন।

মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, “এই উদ্যোগের মাধ্যমে প্রবাসীরা শুধু নাগরিক অধিকারই ফিরে পাচ্ছেন না, বরং দেশের উন্নয়ন, গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনার মূলধারার সঙ্গে আরো দৃঢ়ভাবে যুক্ত হচ্ছেন।”

অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীদের মধ্যে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হয়। হাইকমিশনার ভবিষ্যতে এই কার্যক্রম আরো বিস্তৃত ও সহজতর করার আশ্বাস দেন এবং প্রবাসীদের নিবন্ধনে অংশগ্রহণের আহ্বান জানান।

এই উদ্যোগ প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাদের সম্পৃক্ততা বাড়াবে বলে আশা করা হচ্ছে।

Logo