Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ৩ নভেম্বর

মালয়েশিয়া কমাচ্ছে বিদেশি কর্মীর সংখ্যা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ১৬:০৩

মালয়েশিয়া কমাচ্ছে বিদেশি কর্মীর সংখ্যা

মালয়েশিয়া বিদেশি কর্মীর ওপর নির্ভরতা কমাচ্ছে। তারই অংশ হিসেবে গত এক বছরে দেশটিতে বিদেশি কর্মীর সংখ্যা ১৩% কমিয়েছে। ফলে বর্তমানে বিদেশি কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ৩০ হাজারে। অথচ গত বছরের এই সময়ে বিদেশি কর্মীর সংখ্যা ছিল ২৪ লাখ ৫২ হাজার। মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য স্টার এই খবর দিয়েছে।  

দেশটির উপ-মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আব্দুল রহমান মোহাম্মদ বলেছেন, এই প্রক্রিয়া সব অর্থনৈতিক ক্ষেত্রে বিদেশি শ্রমের উপর নির্ভরতা হ্রাস করার সরকারের অব্যাহত প্রচেষ্টার প্রতিফলন। আব্দুল রহমান জানান, বর্তমানে বিদেশি কর্মী নিয়োগ, ছয়টি প্রধান আনুষ্ঠানিক খাতে সীমাবদ্ধ; যেমন- নির্মাণ, পরিষেবা, বৃক্ষরোপণ, কৃষি, খনি এবং খনন।  আর বিদেশি গৃহকর্মীদের অনানুষ্ঠানিক খাতে অনুমতি দেওয়া হয়। 

তিনি আরো জানিয়েছেন, সরকারের লক্ষ্য বিদেশি শ্রমিকদের ওপর নির্ভরতা ২০৩০ সালের মধ্যে ১০ শতাংশ এবং ২০৩৫ সালের মধ্যে ৫ শতাংশে নামিয়ে আনা। দেশটির ছয়টি প্রধান খাতে মূলত কাজ করেন বাংলাদেশের কমপক্ষে ৯ লক্ষাধিক কর্মী-শ্রমিক। মালয়েশিয়া বাংলাদেশের কর্মীদের জন্য আকর্ষণীয় শ্রম গন্তব্য। মালয়েশিয়ায় সরকারের এমন লক্ষ্য বাংলাদেশের কর্মীদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে।

Logo