Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার শ্রমবাজার

এজেন্সি বাছাইয়ে শর্ত তুলে নেওয়ার দাবি সাবেক বায়রা সদস্যদের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১৮:৫৩

এজেন্সি বাছাইয়ে শর্ত তুলে নেওয়ার দাবি সাবেক বায়রা সদস্যদের

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্রাইটেরিয়া থেকে অযৌক্তিক ও বৈষম্যমূলক শর্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন বায়রার সাবেক ১০ জন সদস্য। একই সাথে মালয়েশিয়া শ্রমবাজারে এজেন্সি বাছাইয়ে শর্ত তুলে নেওয়ার দাবিও জানান তারা। এ নিয়ে প্রবাসী কল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনও করা হয়। তাতে বক্তব্য রাখেন বায়রার সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম। 

৩০ অক্টোবর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে এক স্মারকলিপিতে এই দাবি করেন তারা। 

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাইলে রিক্রুটিং এজেন্সিগুলোর ১০ হাজার স্কয়ারফিটের অফিস, ৫ বছরের অভিজ্ঞতা, ৩ হাজার কর্মী প্রেরণ, ৩ বছর একই ঠিকানায় থাকা, পাঁচজন নিয়োগকর্তার কাছ থেকে সার্টিফিকেট সংগ্রহের মতো কঠিন শর্ত যুক্ত করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মন্ত্রণালয়। যাকে অযৌক্তিক, অবাস্তব ও অগ্রহণযোগ্য বলা হয়েছে স্মারকলিপিতে। এসব শর্তকে উদ্দেশ্যমূলক দাবি করে সাবেক বায়রার নেতারা দাবি করেন, এসব শর্ত দেখে এটাই মনে হয়, মালয়েশিয়ার শ্রমবাজার আবার সিন্ডিকেটের কাছে তুলে দেওয়ার প্রক্রিয়া হচ্ছে। এসব শর্তের কারণে কর্মীদের বিদেশ যাওয়ার খরচ আগের তুলনায় আরো বাড়বে।

স্মারকলিপিতে আরো অভিযোগ করা হয়, এসব শর্ত আরোপের কারণে এই শ্রমবাজার অটোমেটিক্যালি আবার সিন্ডিকেটের হাতে চলে যাবে। তাই এসব অবাস্তব শর্ত বাতিলের দাবি জানানো হয়েছে।

Logo