Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ৩০ অক্টোবর

মালয়েশিয়ায় জালিয়াতির অভিযোগে বাংলাদেশি আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১৬:৪৪

মালয়েশিয়ায় জালিয়াতির অভিযোগে বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় ই-কমার্স জালিয়াতির অভিযোগে বাংলাদেশি ও ইন্দোনেশিয়ানসহ চারজন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। একটি বিশেষ অভিযানে ই-কমার্স জালিয়াতির জন্য নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করায় সেই চারজনসহ মোট ৭৯০ জনকে আটক করা হয়েছে। বেরনামা এ খবর দিয়েছে। 

খবরে বলা হয়েছে, অনলাইন প্রতারণায় ব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্ট ও আর্থিক লেনদেন শনাক্ত করতে জাতীয় স্ক্যাম রেসপন্স সেন্টার পরিচালিত দুটি আলাদা অভিযানে দুই হাজারেরও বেশি সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা প্রতারণার টাকাগুলো লুকানোর জন্য নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট অন্যের কাছে হস্তান্তর করত। আর এসব অ্যাকাউন্ট ব্যবহার করে অনলাইন প্রতারণা চক্র বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে জাল পণ্য বিক্রি, ভুয়া বিনিয়োগের প্রস্তাব এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। পুলিশ আরো জানিয়েছে, গত সেপ্টেম্বর মাসে পরিচালিত এই দুই অভিযানে মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫৪ মিলিয়ন রিংগিত। তবে আটক হওয়া বাংলাদেশি নাগরিকের সংখ্যা কিংবা তাদের সঠিক নাম, পরিচিয় এখনো প্রকাশ করেনি পুলিশ। 

দেশটির সরকার প্রবাসী ও নাগরিকদের সতর্ক করে বলেছে, কেউ যেন নিজের ব্যাংক বা এটিএম কার্ড অন্যের কাছে না দেয়। কারণ এসব কার্ড প্রতারণার কাজে ব্যবহার হলে আইন অনুযায়ী অ্যাকাউন্টধারীকেও অপরাধী হিসেবে গণ্য করা হবে। 

Logo