মালয়েশিয়ায় কর্মরত ১৮০ জন বাংলাদেশি শ্রমিক চুক্তিভঙ্গ, হয়রানি ও আর্থিক বঞ্চনার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। ক্ষুব্ধ শ্রমিকরা ২৩ অক্টোবর বুধবার থেকে কর্মবিরতি পালন করছেন। এখন টিভি এ সংবাদ প্রচার করে।
শ্রমিকরা জানান, তারা নিলায় অঞ্চলের হাই-টেক সিরামিক ডিপিং ফর্মার প্রস্তুতকারক প্রতিষ্ঠান মেডিসেরামে কাজ করছেন। কোম্পানির সঙ্গে চুক্তি অনুযায়ী, ১৩ অক্টোবরের মধ্যে তাদের ভিসা প্রদান, পাসপোর্ট ফেরত এবং ২০ অক্টোবরের মধ্যে নিয়োগ ফি পরিশোধ করার কথা ছিল। কিন্তু প্রতিষ্ঠানটি কোনো প্রতিশ্রুতি রক্ষা করেনি।
শ্রমিকদের অভিযোগ, ১৮০ জনের মধ্যে মাত্র ৪০ জনকে নগদ অর্থে নিয়োগ ফি পরিশোধ করা হয়েছে। বাকি ১৪০ জন এখনো কোনো অর্থ পাননি, ফলে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। এ ছাড়া পাসপোর্ট ফেরত না পাওয়ায় তারা আইনগতভাবে জটিলতায় পড়েছেন এবং ভিসা না থাকায় কাজের নিরাপত্তা নিয়েও উদ্বেগে রয়েছেন।
কর্মীরা জানান, কোম্পানির পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে তারা বাধ্য হয়ে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শ্রমিকরা দাবি জানিয়েছেন, যেন দ্রুত সমস্যার সমাধান করা হয় এবং তাদের পাওনা পরিশোধ ও বৈধতা নিশ্চিত করা হয়। শ্রমিকদের অভিযোগ তদন্তে মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছে।
logo-1-1740906910.png)