Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ২৭ অক্টোবর

বাংলাদেশির কাছ থেকে ডাকাতির ঘটনায় চারজন গ্রেফতার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১৩:০৪

বাংলাদেশির কাছ থেকে ডাকাতির ঘটনায় চারজন গ্রেফতার

মালয়েশিয়ায় এক বাংলাদেশি শ্রমিকের কাছ থেকে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ঘটনাটি ঘটে গত ২৫ অক্টোবর রাতে, যখন ওই বাংলাদেশিকে ছুরি জাতীয় ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে একটি মোবাইল ফোন, নগদ অর্থ এবং একটি গাড়ি ছিনিয়ে নেওয়া হয়। দ্রুত অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই সন্দেহভাজন চার ব্যক্তিকে আটক করে পুলিশ। বেরনামা এ খবর দিয়েছে। 

খবরে বলা হয়েছে, মালয়েশিয়ার সুবাং জয়া অঞ্চলের পুলিশের প্রধান ওয়ান আজলান জানান, আটককৃতদের বয়স ২৬ থেকে ৩০ বছরের মধ্যে এবং তাদের সবারই ইতিপূর্বে মাদক ও সম্পত্তি সংক্রান্ত অপরাধের রেকর্ড আছে। 

পুলিশের তদন্তে জানা যায়, আটককৃতরা ডাকাতির সময় সবাই মাদক সেবন করত। গ্রেফতারের পরে তাদের কাছ থেকে ছিনতাই হওয়া গাড়ি, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

এই ঘটনা মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন সবাইকে সতর্ক থাকতে এবং সন্দেহজনক কার্যকলাপ দেখলে দ্রুত পুলিশকে জানানোর পরামর্শ দিয়েছে।

Logo