Logo
×

Follow Us

এশিয়া

সম্মেলনে অংশগ্রহণের নামে মানব পাচার; ৬ বাংলাদেশি ফেরত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৯:৩৪

সম্মেলনে অংশগ্রহণের নামে মানব পাচার; ৬ বাংলাদেশি ফেরত

মালয়েশিয়ায় একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের ছদ্মবেশে প্রবেশের চেষ্টা করায় ছয় বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। ২৫ অক্টোবর দেশটির বুকিত কাইয়ু হিটেম সীমান্তে ইমিগ্রেশন কাস্টমস বিভাগ তাদের প্রবেশ বাতিল করে।

বর্ডার কন্ট্রোল অ্যান্ড সিকিউরিটি এজেন্সির (AKSEM) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার মোহাম্মদ নাসারউদ্দিন এম নাসির জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে, এই ছয়জনের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী রয়েছেন, যাদের বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে। তারা সম্মেলনে অংশগ্রহণকারী হিসেবে নিজেদের পরিচয় দিলেও তাদের কাগজপত্র ও আচরণ সন্দেহজনক মনে হয়।

নিরাপত্তা কর্মকর্তারা জানান, চারজন পুরুষ ও একজন নারী কালো স্যুট পরে ছিলেন, আর অপর নারী শাড়ি পরে আকর্ষণীয়ভাবে উপস্থিত হন। তাদের চালচলন ও আচরণ সীমান্ত কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে। পরে পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদ ও নথিপত্র যাচাই করে দেখা যায়, তারা কেউই সম্মেলনে অংশগ্রহণের জন্য নির্ধারিত শর্ত পূরণ করেননি।

মোহাম্মদ নাসারউদ্দিন বলেন, “এই ব্যক্তিদের প্রকৃত পর্যটক হিসেবে চিহ্নিত করা যায়নি এবং তাদের অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তারা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।”

তিনি আরো জানান, বর্ডার কন্ট্রোল অ্যান্ড সিকিউরিটি এজেন্সি দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Logo