Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ২৫ অক্টোবর

কুয়ালালামপুরের নিরাপত্তা জোরদার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১৫:৪৩

কুয়ালালামপুরের নিরাপত্তা জোরদার

৪৭তম আসিয়ান সামিট উপলক্ষে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর এই সামিট অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পসহ আসিয়ানভুক্ত দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা যোগ দেবেন। এ জন্য রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই সম্মেলনের দিনগুলোতে বিক্ষোভেরও ডাক দেওয়া হয়েছে। ফলে কিছু এলাকা যেমন- অ্যাম্প্যাং পার্ক, জয়াল আয়ামপ্যাং এলাকায় নিরাপত্তার কারণে কোনো প্রকার জমায়েত হতে দেবে না পুলিশ।

আর এসব কারণে নিরাপত্তা তল্লাশিও বাড়ানো হতে পারে। এসব এলাকাকে রেড জোনের মধ্যে ফেলেছে পুলিশ। যাতে চলাচল সীমাবদ্ধ থাকে। এমন খবর দিয়েছে বেরনামা।

আর এ সময় কুয়ালালামপুরের বাইরে থেকে যেসব প্রবাসী বাংলাদেশি রাজধানীতে আসার পরিকল্পনা করছেন, তাদের সফর পুনর্বিবেচনা করতে বলছেন প্রবাসীরা। তারা বলছেন, এ সময় অবৈধ প্রবাসীরা তো বটেই, বৈধ বা ট্যুরিস্টরা যেন অপ্রয়োজনে এসব এলাকা না মাড়ান। কারণ নিরাপত্তা তল্লাশির এই সময় বিপদের মুখে পড়তে পারেন প্রবাসীরা।  

কুয়ালালামপুর পুলিশ স্পষ্ট করে জানিয়েছে, এসব এলাকায় সমাবেশের চেষ্টা করে নিরাপত্তা বিঘ্নিত করা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ আরো জানিয়েছে, সম্মেলনের এই সময়ে রাজধানীতে যাতায়াত পরিকল্পনা আগে থেকেই করতে হবে।

Logo