মালয়েশিয়ার খবর ২৬ অক্টোবর
ওয়েজ আর্নার্সের সদস্য হলে প্রবাসী কর্মীদের নানা সুবিধা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১৪:০৩
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হতে মালয়েশিয়া প্রবাসী কর্মী-শ্রমিকদের অনুরোধ করল মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস। দূতাবাস এক বিজ্ঞপ্তিতে বলেছে, মালয়েশিয়ায় থাকা কর্মীরা যদি ওয়েজ আর্নার্সের সদস্য এবং জীবন বীমা ফি বাবদ ১৬০ রিংগিত জমা দেন, তাহলে কর্মী অসুস্থ হলে পাওয়া যাবে দেড় লাখ টাকা। বাংলাদেশের বিমানবন্দরে অ্যাম্বুলেন্স সুবিধা পাওয়া যাবে। প্রবাসে মারা গেলে কর্মীর জীবন বীমার আওতায় পাওয়া যাবে ১০ লাখ টাকা। এছাড়া আহত হলে দেশে ফেরত পাঠানো বাবদ আহত কর্মীকে ১ লাখ টাকা দেবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। এছাড়া প্রবাসে কর্মী মৃত কর্মীর অনুকূলে তিন লাখ টাকা অনুদান দেওয়া হয় ও সহজ শর্তে ঋণ পাওয়ার সুবিধা।
নিবন্ধনের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে গিয়ে সদস্য হিসেবে নিবন্ধন করতে হবে। পরে জীবন বীমার জন্য আলাদা করে নিবন্ধন করে মালয়েশিয়ার মেব্যাংকে নির্ধারিত ফি জমা দিতে হবে।
নিবন্ধন না করলে এসব সুবিধা কর্মীরা পাবে না। ফলে সুবিধাগুলো নিতে মালয়েশিয়া প্রবাসীদের নিবন্ধনের পরামর্শ দিয়েছে মালয়েশিয়ার দূতাবাস।
logo-1-1740906910.png)