মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে বায়োমেট্রিক তথ্য নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ হাইকমিশন, মালদ্বীপ। এই তথ্য নিবন্ধন মালেতে অবস্থিত এনসিআইটি ভবন অথবা সংশ্লিষ্ট আইল্যান্ড কাউন্সিলের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
বাংলাদেশ হাইকমিশনের জারি করা সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যারা ইতিপূর্বে বায়োমেট্রিক তথ্য প্রদান করেননি; নতুন-পুরাতন, বৈধ কিংবা অনিয়মিত সব বাংলাদেশি নাগরিককে এই তথ্য প্রদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না দিলে সংশ্লিষ্ট ব্যক্তিদের মালদ্বীপ থেকে ডিপোর্ট করা হতে পারে বলে জানানো হয়েছে।
হাইকমিশন সূত্রে জানা গেছে, মালদ্বীপ সরকার অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিদেশি কর্মীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে। এই প্রক্রিয়ার আওতায় বাংলাদেশি নাগরিকদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশন বিশেষভাবে অনুরোধ জানিয়েছে, যেন কেউ এই নির্দেশনা অবহেলা না করেন। সময়মতো তথ্য প্রদান না করলে কর্মসংস্থান, আবাসন এবং আইনি জটিলতায় পড়ার আশঙ্কা রয়েছে।
হাইকমিশন আরো জানিয়েছে, মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে অনেকেই এখনো বায়োমেট্রিক তথ্য প্রদান করেননি। ফলে তাদের আইনি অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে। এই প্রক্রিয়া সম্পন্ন করা হলে প্রবাসীদের কর্মস্থলে নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা সহজ হবে।
বাংলাদেশ হাইকমিশন, মালদ্বীপের পক্ষ থেকে সকল বাংলাদেশিকে যথাসময়ে নির্ধারিত স্থানে গিয়ে বায়োমেট্রিক তথ্য নিবন্ধন করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে প্রবাসীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় কমিউনিটির মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।
এই নির্দেশনা বাস্তবায়নে মালদ্বীপ সরকার ও বাংলাদেশ হাইকমিশন যৌথভাবে কাজ করছে।
logo-1-1740906910.png)