মালয়েশিয়ায় শেষ হলো প্রবাসী বাংলাদেশিদের ফুটসাল টুর্নামেন্ট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৯:৫৮
মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ফুটসাল টুর্নামেন্ট। কুয়ালালামপুরের বান্দার তাসিক সেলাতান এলাকার একটি ইনডোর স্টেডিয়ামে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়, যেখানে অংশ নেয় ১৬টি বাংলাদেশি দল।
ডিবিসি নিউজের প্রকাশিত সংবাদে আরো বলা হয়, প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও মনোবল বৃদ্ধির একটি উৎসব হয়ে ওঠে এই আয়োজন। দিনভর চলা এই টুর্নামেন্টে মাঠে যেমন ছিল প্রতিদ্বন্দ্বিতা, তেমনি গ্যালারিতে ছিল উৎসাহ, উচ্ছ্বাস ও দেশীয় আবহ।
আয়োজকরা জানান, মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের মানসিক প্রশান্তি ও সামাজিক বন্ধন জোরদার করতে এই ধরনের ক্রীড়া আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলোয়াড়দের পাশাপাশি দর্শকরাও দিনভর উপভোগ করেন খেলা ও সাংস্কৃতিক পরিবেশনা।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ‘বাংলা টাইগার্স’ দল, যারা ফাইনালে ‘ঢাকা ডায়নামো’কে হারিয়ে শিরোপা জিতে নেয়। বিজয়ী দলকে ট্রফি ও মেডেল প্রদান করা হয়। এছাড়া সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষক ও সেরা উদীয়মান খেলোয়াড়দের জন্যও পুরস্কার ছিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক ও বিভিন্ন পেশার মানুষ। প্রবাসীদের মতে, এই ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে ঐক্য ও আত্মবিশ্বাস গড়ে তোলে। এটি শুধু খেলার নয়, বরং একটি সামাজিক মিলনমেলা।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে আরো বড় পরিসরে এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। তারা আশা প্রকাশ করেন, বাংলাদেশি প্রবাসীদের অংশগ্রহণে মালয়েশিয়ায় ক্রীড়া ও সংস্কৃতির চর্চা আরো বিস্তৃত হবে।
logo-1-1740906910.png)