মালয়েশিয়ার খবর ২৪ অক্টোবর
মালয়েশিয়ার কেলান্তানে অভিযান, ৯০ নিয়োগকর্তা আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৭:১২
মালয়েশিয়ার কেলান্তান রাজ্যে অভিবাসন বিভাগের চলমান অভিযানে ২০২৫ সালের প্রথম ৯ মাসে ১ হাজার ৫২৪ জনকে বিভিন্ন ধরনের অপরাধে আটক করা হয় এবং ২ হাজার ১০৯ জনকে দেশে ফেরত পাঠানো হয়। এছাড়া ৯০ জন বিদেশি শ্রমিক নিয়োগকর্তাকে আটক করা হয়েছে। বেরনামা এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, আটককৃতরা মূলত অবৈধ অভিবাসীদের নিয়োগ বা আশ্রয় দেওয়ার অভিযোগে অভিযুক্ত, যা মালয়েশিয়ার অভিবাসন আইনে শাস্তিযোগ্য অপরাধ। তবে কোন দেশের শ্রমিকদের বহিষ্কার করা হয়েছে, তা জানানো হয়নি।
এই অভিযানে মোট ৪৮৩টি তল্লাশি অভিযান পরিচালিত হয়, যেখানে ৩ হাজার ৪৪২ জনকে যাচাই করা হয়।
এক্ষেত্রে সাধারণ অপরাধের তালিকায় রয়েছে ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া, বৈধ পাসপোর্ট না থাকা, পাসপোর্টের শর্ত লঙ্ঘন, মানব পাচার এবং চোরাচালানের ঘটনা। এই অভিযানের মাধ্যমে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৭৬৩টি মামলা দায়ের করা হয়েছে এবং ১.২ মিলিয়ন রিংগিত জরিমানা আদায় করা হয়েছে।
সরকার জানিয়েছে, এই অভিযান মালয়েশিয়ার অভিবাসন আইনের কঠোর প্রয়োগের উদাহরণ, যা অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে সরকারের দৃঢ় অবস্থানকে তুলে ধরে।
logo-1-1740906910.png)