Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ২৩ অক্টোবর

মালয়েশিয়ায় এক বাংলাদেশিকে জরিমানা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৭:১০

মালয়েশিয়ায় এক বাংলাদেশিকে জরিমানা

মালয়েশিয়ায় এক বাংলাদেশি কোম্পানির ম্যানেজারকে মিথ্যা চুক্তিপত্র ও কাগজপত্রে জালিয়াতির কারণে ৩৮ হাজার রিংগিত জরিমানা করেছেন দেশটির আদালত, যা বাংলাদেশি প্রায় ১০ লাখ টাকার সমান। বেরনামা এ খবর দিয়েছে। 

খবরে বলা হয়েছে, জরিমানা পরিশোধে ব্যর্থ হলে, সেই বাংলাদেশি প্রবাসীকে ১০ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। পুলিশ জানিয়েছে, ৫৮ বছর বয়সী সেই বাংলাদেশির নাম মোহাম্মদ নাজমুল ইসলাম বাবুল। তিনি একটি স্থানীয় নির্মাণ প্রকল্পে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২০ মার্চ নাজমুল ইসলাম এমন একটি সাব-কন্ট্রাক্ট অ্যাগ্রিমেন্ট লেটার ব্যবহার করেছিলেন, যা সম্পূর্ণ মিথ্যা ও জাল প্রমাণিত হয়েছে। ওই চুক্তিপত্রে বলা হয়েছিল, তার কোম্পানি একটি সেতু প্রকল্পে শ্রমিক সরবরাহ করেছে। কিন্তু তদন্তে দেখা যায়, প্রকল্পটির সঙ্গে তার প্রতিষ্ঠানের কোনো সম্পর্কই ছিল না।

ঘটনার পর মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের তদন্তে প্রমাণিত হয়, নাজমুল ইসলাম ইচ্ছাকৃতভাবে জাল নথি ব্যবহার করেছেন শ্রমিক নিয়োগের বৈধতা দেখানোর জন্য। 

আদালতে নিজের দোষ স্বীকার করে নাজমুল ইসলাম অনুতপ্ত হওয়ার কথা জানালেও বিচারক বলেন, এই অপরাধ প্রশাসনিক কাঠামোর প্রতি অবিশ্বাস তৈরি করে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে এটি একটি দৃষ্টান্তমূলক শাস্তি।

Logo