Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ২২ অক্টোবর

মালয়েশিয়ায় বিদেশিদের জন্য সিমকার্ড কেনা সীমিত হচ্ছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৭:৫৩

মালয়েশিয়ায় বিদেশিদের জন্য সিমকার্ড কেনা সীমিত হচ্ছে

মালয়েশিয়ায় সিমকার্ডের অপব্যবহার রোধে এর ব্যবহার বিদেশি ও নাগরিকদের জন্য সীমাবদ্ধ করার চিন্তা করা হচ্ছে, যা আগামী বছরের প্রথম তিন মাস থেকে কার্যকর করা শুরু করবে সরকার। 

মালয়েশিয়ার ডেপুটি যোগাযোগমন্ত্রী টিও নি চিং জানিয়েছেন, মালয়েশিয়ায় থাকা বিদেশিরা আগামী বছর থেকে কেবল দুটি সিমকার্ড ব্যবহার করতে পারবেন। দেশটির নাগরিকদের জন্যও একই নিয়ম করার চিন্তা করা হচ্ছে। 

যদিও এখন পুরনো নিয়মে যে কোনো টেলিকম কোম্পানির পাঁচটি করে সিম নিতে পারেন দেশটির নাগরিক ও বিদেশিরা। ফলে পাঁচটি টেলিকম কোম্পানি থেকে ২৫টি সিমা তোলার সুবিধা ছিল, যাকে অতিরিক্ত হিসেবে দেখছে সরকার।  

দেশটিতে সিমকার্ডের অপব্যবহার রোধে এমন নিয়মের চিন্তা করা হচ্ছে। সরকারের অভিযোগ, এক ব্যক্তির অনেক সিমকার্ড প্রায়ই সামাজিক মিডিয়া অ্যাকাউন্ট নিবন্ধনে ব্যবহৃত হচ্ছে, যেসব অ্যাকাউন্ট দিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হয়ে থাকে। যাকে হুমকি হিসেবে দেখছে মালয়েশিয়া সরকার। 


Logo