Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ায় হালাল ফেস্টিভ্যালে বাংলাদেশের সফল অংশগ্রহণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১০:২২

মালয়েশিয়ায় হালাল ফেস্টিভ্যালে বাংলাদেশের সফল অংশগ্রহণ

মালয়েশিয়ার মালাক্কায় অনুষ্ঠিত চার দিনব্যাপী মালাক্কা আন্তর্জাতিক হালাল ফেস্টিভ্যালে বাংলাদেশ অংশগ্রহণ করেছে। ১৬-১৯ অক্টোবর মালাক্কা ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারে অনুষ্ঠিত এ মেলায় মোট ৪০০টি বুথে খাদ্য ও পানীয়, হালাল ফ্যাশন, হালাল ট্যুরিজমসহ ৯টি ক্লাস্টার নিয়ে আটটি দেশ অংশ নেয়। দৈনিক যুগান্তরের প্রতিবেদনে জানা যায়, অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশসহ কোরিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, চীন, ইন্দোনেশিয়া, ইরান ও তাইওয়ান অগ্রণী ছিল।  

মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালাক্কা প্রদেশের মুখ্যমন্ত্রী দাতুক সেরি উতামা এবি রউফ বিন ইউসুহ। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। মালাক্কা ইসলামিক রিলিজিয়ন কাউন্সিল ও মালাক্কা প্রদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় এই মেলা দ্বিতীয়বার অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ হাইকমিশনের বরাদ্দকৃত বুথে দেশের প্রসিদ্ধ প্রতিষ্ঠান ‘প্রাণ’ অংশ নেয় এবং তাদের খাদ্য ও পানীয় পণ্যের প্রদর্শনী চালায়। বাংলাদেশি বুথে রপ্তানিযোগ্য তৈরি পোশাক, পাটজাত পণ্য, সিরামিকস, ঔষধী পণ্য, চামড়াজাত পণ্য, প্লাস্টিকপণ্য, খাদ্য ও পানীয়সহ বিভিন্ন পণ্যের প্রদর্শনী চলে। মুখ্যমন্ত্রী ও অন্যান্য অতিথিরা বাংলাদেশি স্টল পরিদর্শন করেন এবং তা নিয়ে ভালো প্রতিক্রিয়া জানান।  

হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী মালয়েশিয়ার ব্যবসায়িক ও প্রাদেশিক নেতাদের সাথে আলোচনা করে হালাল বাণিজ্য সম্প্রসারণে মালাক্কার সহযোগিতা প্রত্যাশা করেন এবং ভবিষ্যতে আরো বেশি বাংলাদেশি প্রতিষ্ঠান এখানে অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশের পণ্য মালয়েশিয়া ও বিস্তৃত এশিয়ান বাজারে প্রতিযোগী সক্ষমতা বজায় রাখছে।  

হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ মেলার গুরুত্ব ব্যাখ্যা করে বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশের পণ্যের চাহিদা ক্রমবর্ধমান এবং প্রদেশভিত্তিক মেলায় অংশগ্রহণ নতুন বাজার সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখে। তিনি উল্লেখ করেন, ২০২৫ সালে এখন পর্যন্ত বাংলাদেশ চারটি আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করেছে।  

মেলার সময় বাংলাদেশ হাইকমিশন গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫ সম্পর্কিত তথ্যচিত্র ও প্রকাশনা বিতরণ করে এবং ব্যবসায়ীদের কাছে ঢাকা-ভিত্তিক রপ্তানি, বিনিয়োগ ও পর্যটন সুযোগ উপস্থাপন করে। মেলার শেষ দিনে আয়োজক প্রতিষ্ঠান সফল অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ হাইকমিশনকে সম্মাননা স্মারক প্রদান করে।

Logo