Logo
×

Follow Us

এশিয়া

মালদ্বীপে প্রবাসী সেবায় গতি আনতে চায় বাংলাদেশ মিশন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ১০:২১

মালদ্বীপে প্রবাসী সেবায় গতি আনতে চায় বাংলাদেশ মিশন

মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের কল্যাণে সেবার মান ও কার্যক্রম আরো জোরদার করার অঙ্গীকার করেছেন নবনিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মো. নাজমুল ইসলাম। ১৬ অক্টোবর রাতে হাইকমিশন প্রাঙ্গণে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই প্রতিশ্রুতি দেন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর এ তথ্য প্রচার করে। সভায় হাইকমিশনার বলেন, “প্রবাসীদের সমস্যা সমাধান ও সেবা নিশ্চিত করতে মিশনের কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে কাজ করছেন।” তিনি আরো জানান, মালদ্বীপে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মরত আছেন, যাদের নানা সমস্যার দ্রুত সমাধানে মিশন বদ্ধপরিকর।

সভায় প্রবাসী সাংবাদিকরা তাদের পেশাগত প্রতিবন্ধকতা, ফ্রি ভিসা-সংক্রান্ত জটিলতা, বৈধপথে রেমিট্যান্স পাঠানোর সুবিধা, বাংলাদেশি ব্যাংকের শাখা স্থাপন, ঢাকা-মালে রুটে বিমানের ফ্লাইট সংখ্যা বৃদ্ধি এবং মালদ্বীপে বাংলাদেশি পর্যটন বাড়াতে হাইকমিশনের সক্রিয় ভূমিকার দাবি জানান।

হাইকমিশনার বলেন, “দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসে অবস্থানরত সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকার প্রবাসীদের সেবায় আন্তরিক, আমরা তা বাস্তবে প্রতিফলিত করতে চাই।”

সভায় আরো উপস্থিত ছিলেন মিশনের শ্রম কাউন্সেলর মো. সোহেল পারভেজ এবং হাইকমিশনারের ব্যক্তিগত কর্মকর্তা মো. হাবিবুর রহমান। হাইকমিশনার তার ভবিষ্যৎ পরিকল্পনা ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরেন, যা প্রবাসীদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা যায়।

অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন এমরান হোসেন তালুকদার, মো. ওমর ফারুক খন্দকার, মো. সোহেল রানা, আব্দুল্লাহ কাদের, মো. রবিউল আলম, আল আমিন, আবু জাহের এবং আনোয়ার হোসেন রাজু। সভা শেষে সাংবাদিক নেতারা হাইকমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। হাইকমিশনার ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন মতবিনিময় সভা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

Logo