Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ১৮ অক্টোবর

প্রবাসীরা ফাঁদে পড়ছেন, উদ্বিগ্ন সরকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৩:১৫

প্রবাসীরা ফাঁদে পড়ছেন, উদ্বিগ্ন সরকার

মালয়েশিয়ায় অনলাইন প্রতারণার ব্যাপক বিস্তার ঘটেছে। প্রতারণায় জড়াচ্ছেন প্রবাসী আর নাগরিকরা। তাতে দেশটির ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১.৯ বিলিয়ন রিংগিত। এতে মামলা হয়েছে ৪৭ হাজারেরও বেশি। সরকার বলছে, প্রতারণায় ঘটনা আর ক্ষতির পরিমাণ বাড়তে থাকায় তারা উদ্বিগ্ন। বেরনামা এই খবর দিয়েছে।  

মালয়েশিয়ার ডেপুটি হোম মিনিস্টার দাতুক সেরি ড. শামসুল আনোয়ার নাসারাহ জানিয়েছেন, অনলাইন প্রতারণার মাত্রা উদ্বেগজনকভাবে বাড়ছে এবং এটি সমাজে আর্থিক নিরাপত্তার জন্য বড় হুমকি সৃষ্টি করছে। সেই লক্ষ্যে দেশটির পেনাল কোডে পরিবর্তন আনা হয়েছে। 

এদিকে, সরকার বর্তমানে নতুন একটি সাইবারক্রাইম বিল প্রণয়ন করছে, যা দেশের ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইন প্রয়োগ নয়, জনগণের সচেতনতাও জরুরি। কারণ প্রতারণাকারীরা সাধারণত সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন শপিং এবং ব্যাংকিং প্ল্যাটফর্ম ব্যবহার করে অসচেতন নাগরিক ও প্রবাসীদের প্রতারণার ফাঁদে ফেলে। 

তাই মালয়েশিয়া রয়্যাল পুলিশ নাগরিক ও প্রবাসীদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য সংরক্ষণে সচেতন থাকার জন্য পরামর্শ দিয়েছে। মালয়েশিয়ায় আছেন ৯ লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি। তাদেরও এমন প্রতারণা বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

Logo