মালয়েশিয়ার খবর ১৬ অক্টোবর
মালয়েশিয়ায় দুই বাংলাদেশি খুন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৫:১৯

মালয়েশিয়ার আলর গাজাহ শহরে দুই বাংলাদেশি খুন হয়েছেন। ঘরের ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। তারা কনস্ট্রাকশন ওয়ার্কার ও ওয়্যারহাউস কর্মী হিসেবে দুরিয়ান টুংগাল শহরে কাজ করতেন। বেরনামা এ খবর দিয়েছে।
মৃতদের একজনের বয়স ৩১ আর অন্য জনের বয়স ৪২। তারা বাসাটিতে ভাড়া থাকতেন বলে জানিয়েছে পুলিশ। বাসাটি থেকে প্রবাসী বাংলাদেশি দুজনের মৃতদেহের পাশ থেকে হত্যায় ব্যবহৃত জিনিসও উদ্ধার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, প্রতিহিংসার কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। বাসাটিতে মৃত প্রবাসী বাংলাদেশির ইন্দোনেশিয়ান স্ত্রী থাকতেন। দুই সপ্তাহ আগে তাদের তিন মাস বয়সী শিশুকে নিয়ে স্ত্রী বাসা ছেড়ে চলে যান। প্রতিবেশীরা ঘরের ভেতর হাঙ্গামার আওয়াজও শুনেছিলেন। তবে খবরে মৃত দুই প্রবাসী বাংলাদেশির নাম-পরিচয় জানানো হয়নি।