মালয়েশিয়ার খবর ১৩ অক্টোবর ২০২৫
মালয়েশিয়ায় অবৈধদের বাংলাদেশে ফেরার বিশেষ সুযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৭:৫২
মালয়েশিয়ায় থাকা অনিয়মিত ও অবৈধ বাংলাদেশি কর্মীদের সর্বোচ্চ ৫০০ মালয়েশিয়ান রিংগিত জরিমানা দিয়ে দেশে ফেরার সুযোগ চলমান রয়েছে। মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত এই সুযোগ চালু থাকবে। বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। দেশটিতে আছেন ৯ লক্ষাধিক বাংলাদেশি। যাদের কারো কারো বৈধ ভিসা বা নথি নেই। যারা ধরাও পড়ছেন দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে। এই পরিপ্রেক্ষিতে এমন বিজ্ঞপ্তি এলো দেশটির বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়া সরকার দ্বিতীয়বারের মতো তাদের অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি চালু করেছে। এই কর্মসূচির আওতায় অনিয়মিত বাংলাদেশি কর্মীরা সহজেই দেশে ফিরে আসতে পারবেন। কর্মসূচি অনুযায়ী, অনিয়মিত অবস্থায় থাকা বিদেশি কর্মীরা সর্বোচ্চ ৫০০ মালয়েশিয়ান রিংগিত জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন।
বাংলাদেশ হাইকমিশন কর্মীদের দ্রুত বিমান টিকিট সংগ্রহ করে দেশে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে। এমনকি পাসপোর্ট না থাকলেও বা পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলেও ট্রাভেল পারমিট সংগ্রহের জন্য যোগাযোগ করতে পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস।
logo-1-1740906910.png)