মালয়েশিয়ার খবর
মালয়েশিয়ায় অবৈধ পরিবহন ব্যবসায় যুক্ত বাংলাদেশি গ্রেফতার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৪:০৯
মালয়েশিয়ার কুয়ালালামপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ট্যুর বা পরিবহন অপারেটরদের গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে বাংলাদেশিও আছেন বলে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, জব্দ করা ১০টি গাড়ির মধ্যে পাঁচটি বাংলাদেশ, ইয়েমেন, ভারত এবং সুদানের নাগরিকদের দ্বারা চালিত, বাকি গাড়িগুলো স্থানীয়দের দ্বারা পরিচালিত হতো। বেরনামা এই খবর দিয়েছে।
তবে কতজন বাংলাদেশি গ্রেফতার হয়েছেন, তা জানানো হয়নি। পুলিশ বলছে, গাড়িগুলোতে চীন, কানাডা, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, ফিলিস্তিন, ইরাকসহ বিভিন্ন দেশের ৩৫ জন ট্যুরিস্ট ছিলেন। কোনো কোনো যাত্রী জানিয়েছেন, কুয়ালালামপুর থেকে মালাকা পর্যন্ত যেতে তাদের কাছ থেকে ২১শ রিংগিত নেওয়া হয়েছিল। অবৈধ এই ট্যুর অপারেটররা পর্যটকদের আকৃষ্ট করতে হোটেলের বাইরে অপেক্ষা করত, বিশেষত দুপুরের চেক আউটের সময়। যদিও তাদের ট্যুর অপারেটর হিসেবে কোনো লাইসেন্স ছিল না। কুয়ালালামপুর পুলিশ জানিয়েছে, ট্যুর অপারেটর বা এ সংক্রান্ত সার্ভিস দিতে গেলে অবশ্যই বৈধ পাবলিক সার্ভিস ভেহিকল অপারেটর লাইসেন্স থাকতে হবে। অন্যধায় ব্যবস্থা নেওয়া হবে।
logo-1-1740906910.png)