Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ১১ অক্টোবর

মালয়েশিয়ায় ৫ বাংলাদেশিসহ ২৪ জন আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৮:১৭

মালয়েশিয়ায় ৫ বাংলাদেশিসহ ২৪ জন আটক

মালয়েশিয়ার কেলান্তান ইমিগ্রেশন বিভাগ এক যৌথ অভিযানে ৫ বাংলাদেশিসহ মোট ২৪ জন বিদেশিকে আটক করেছে। শনিবার সকালে গুআ মুসাং এলাকায় ইমিগ্রেশন বিভাগ ও সড়ক পরিবহন দপ্তর যৌথভাবে এই অভিযান চালায়। বেরনামা এ খবর দিয়েছে। 

খবরে বলা হয়েছে, অভিযান পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহদ হাসান জানিয়েছেন, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও এবং কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই মালয়েশিয়ায় অবস্থান করার অপরাধে এই বিদেশি নাগরিকদের আটক করা হয়েছে। যাদের মধ্যে ৫ জন বাংলাদেশিসহ  ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মিয়ানমারের নাগরিকও রয়েছেন। 

কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইনের বিভিন্ন ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অবৈধ অভিবাসন দমন ও সীমান্ত নিরাপত্তা জোরদারে এমন অভিযান অব্যাহত থাকবে।

Logo