Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ায় ৬ বাংলাদেশিসহ ২৪ অবৈধ বিদেশি আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৯:৫৭

মালয়েশিয়ায় ৬ বাংলাদেশিসহ ২৪ অবৈধ বিদেশি আটক

মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের গুয়া মুসাং এলাকায় অভিবাসন বিভাগ ও সড়ক পরিবহন কর্তৃপক্ষ (JPJ) যৌথভাবে পরিচালিত এক অভিযানে ২৪ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। ৯ অক্টোবর সকাল ৮টা থেকে শুরু হওয়া এই অভিযানে অংশ নেন দুই সংস্থার ৪০ জন কর্মকর্তা। অভিযানের স্থান ছিল জেপিজের মেন্তারা এনফোর্সমেন্ট স্টেশন।

কেলান্তান অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান জানান, গোয়েন্দা তথ্য ও নজরদারির ভিত্তিতে এই অভিযান চালানো হয়। তদন্তে জানা গেছে, আটককৃতরা বাসে যাতায়াত করে কর্তৃপক্ষের নজর এড়িয়ে চলার চেষ্টা করছিলেন।

আটককৃতদের মধ্যে রয়েছেন

- ৫ জন বাংলাদেশি পুরুষ

- ৫ জন ভারতীয় পুরুষ

- ২ জন পাকিস্তানি পুরুষ

- ১ জন ইন্দোনেশীয় পুরুষ

- ৩ জন মিয়ানমারের পুরুষ

- ৭ জন ইন্দোনেশীয় নারী

- ১ জন ভারতীয় নারী

- ১ জন বাংলাদেশি নারী

তাদের বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৬(১)(সি), ১৫(১)(সি) এবং ৫৭(১)(ডি)-এর আওতায় অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তারা তদন্তের জন্য তানাহ মেরাহ অভিবাসন ডিপোতে আটক রয়েছেন।

এই ধরনের অভিযান মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন রোধে সরকারের কঠোর অবস্থানেরই অংশ। বাসে চড়ে পালানোর মতো কৌশলও নজরদারির জালে ধরা পড়ছে। অভিবাসন বিভাগ জানিয়েছে, ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

তথ্যসূত্র: বেরনামা

Logo