মালয়েশিয়ার খবর ৯ অক্টোবর
বিশ্ব র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার দুই বিশ্ববিদ্যালয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১২:১১
২০২৬ সালের টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার দুটি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস এবং ইউনিভার্সিটি মালায়া যৌথভাবে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে। দ্য স্টার এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, বিশ্ব তালিকার ২০১-২৫০ গ্রুপে স্থান পেয়ে বিশ্ববিদ্যালয় দুটি মালয়েশিয়ার উচ্চশিক্ষার মানকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।
বিশেষ করে ইউনিভার্সিটি মালায়া গত বছরের তুলনায় উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। ২০২৫ সালের ২৫১-৩০০ গ্রুপ থেকে উঠে এসে এবার আন্তর্জাতিক মর্যাদা সূচকে ১০৭তম স্থানে অবস্থান করেছে, যা আগের বছরের তুলনায় বিশ্ববিদ্যালয়টি ৩৭ ধাপ এগিয়েছে। শিক্ষাদান, গবেষণা পরিবেশ, গবেষণার মান এবং শিল্প সহযোগিতার ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি বড় ধরনের উন্নতি অর্জন করেছে।
বিশ্ববিদ্যালয় দুটি শীর্ষে উঠেছে মূলত গবেষণার মান ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, শিক্ষাদানের মানোন্নয়ন এবং শিল্প সংযোগের শক্তিশালী ভূমিকার কারণে। আবার উভয় বিশ্ববিদ্যালয় বিদেশি গবেষক ও শিক্ষার্থীর অংশগ্রহণ বাড়িয়েছে এবং গবেষণার গুণগত মানে নজর দিয়েছে। এসব উন্নতির ফলেই তারা এবার মালয়েশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে যৌথভাবে স্বীকৃতি পেয়েছে।
বিশ্বব্যাপী ২,১৯১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং নির্ধারিত হয়েছে পাঁচটি সূচকে, শিক্ষাদান, গবেষণা পরিবেশ, গবেষণা মান, শিল্প সংযোগ এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি, যার মাধ্যমে উচ্চশিক্ষার মানের সামগ্রিক মূল্যায়ন করা হয়।
logo-1-1740906910.png)