Logo
×

Follow Us

এশিয়া

ফিলিপাইনে চালু হলো ডিজিটাল নোম্যাড ভিসা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৮:১২

ফিলিপাইনে চালু হলো ডিজিটাল নোম্যাড ভিসা

ফিলিপাইন সরকার বিদেশি ফ্রিল্যান্সার, রিমোট কর্মী ও অনলাইন উদ্যোক্তাদের জন্য চালু করেছে নতুন “ডিজিটাল নোম্যাড ভিসা”। এই ভিসার মাধ্যমে বিদেশিরা ফিলিপাইনে বসে কাজ করতে পারবেন, অথচ স্থানীয় চাকরির বাজারে কোনো প্রভাব ফেলবে না।

এই ভিসা পেতে হলে আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং তার মাসিক আয় কমপক্ষে ৩ লাখ ৩০ হাজার টাকা হতে হবে। আবেদনকারীকে অবশ্যই এমন কোনো প্রতিষ্ঠানে কাজ করতে হবে, যার কার্যক্রম ফিলিপাইনের বাইরে পরিচালিত হয়। অর্থাৎ, স্থানীয় চাকরির সুযোগ গ্রহণ করা যাবে না।

ডিজিটাল নোম্যাড ভিসার মেয়াদ এক বছর, যা নবায়নযোগ্য। আবেদন ফি ৩০০ ডলার এবং অন্যান্য প্রসেসিং ফি আলাদা। আবেদনকারীদের স্বাস্থ্য বীমা থাকতে হবে এবং পুলিশ ক্লিয়ারেন্সসহ কিছু অতিরিক্ত কাগজপত্র জমা দিতে হবে।

এই ভিসার মাধ্যমে বিদেশি কর্মীরা ফিলিপাইনের মনোরম পরিবেশে বসে কাজ করতে পারবেন। দেশটির সমুদ্রতট, পাহাড়, শহর ও গ্রামীণ পরিবেশ; সবই ডিজিটাল নোম্যাডদের জন্য আকর্ষণীয়। এছাড়া ফিলিপাইনের ইংরেজিভাষী জনসংখ্যা, সাশ্রয়ী জীবনযাত্রা ও ভালো ইন্টারনেট সংযোগও বড় সুবিধা।

আবেদন করতে হবে অনলাইনে, ফিলিপাইনের ইমিগ্রেশন ওয়েবসাইটে। প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে আবেদন জমা দিতে হবে। অনুমোদন পেলে আবেদনকারীকে ভিসা ইস্যু করা হবে এবং তিনি ফিলিপাইনে প্রবেশ করতে পারবেন।

ফিলিপাইন সরকার আশা করছে, এই ভিসার মাধ্যমে দেশটিতে বৈদেশিক আয় বাড়বে এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের নতুন ধারা তৈরি হবে। পর্যটন খাতও উপকৃত হবে, কারণ ডিজিটাল নোম্যাডরা দীর্ঘ সময় দেশটিতে অবস্থান করবেন।

বিশ্লেষকরা বলছেন, এই উদ্যোগ ফিলিপাইনকে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম ডিজিটাল নোম্যাড হাব হিসেবে গড়ে তুলতে পারে। যারা কাজের পাশাপাশি ভ্রমণ করতে চান, তাদের জন্য এটি একটি বড় সুযোগ।

তথ্যসূত্র: গালফ নিউজ

Logo