মালয়েশিয়ার খবর ৮ অক্টোবর
২০২৬ সালে ৪৩ মিলিয়ন পর্যটক টানার পরিকল্পনা নিয়েছে মালয়েশিয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৮:৩২
২০২৬ সালে ৪৩ মিলিয়ন পর্যটক টানার পরিকল্পনা নিয়েছে মালয়েশিয়া। দেশটির ডেপুটি প্রাইম মিনিস্টার দাতুক সেরি আহমেদ জাহিদ হামিদি বিষয়টি নিশ্চিত করেছেন। মালয় মেইল এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, দাতুক সেরি আহমদ জাহিদ হামিদি জাতীয় কমিটির সভায় তিনটি মূল কৌশল ঘোষণা করেছেন, যার মধ্যে রয়েছে পর্যটকদের অভিজ্ঞতা উন্নত করা, আন্তর্জাতিক প্রচারণা বাড়ানো এবং পর্যটন খাতে নতুন বিনিয়োগ আকৃষ্ট করা। তিনি আশা প্রকাশ করেছেন, এই পদক্ষেপগুলোর মাধ্যমে মালয়েশিয়ার পর্যটন খাত দ্রুত সম্প্রসারিত হবে এবং দেশটি আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে আরো দৃঢ় অবস্থান অর্জন করবে।
আবার দেশটির পর্যটন, শিল্প ও সংস্কৃতি উপমন্ত্রী দাতুক খায়রুল ফিরদাউস আকবার খান গ্লবার ট্রাভেল মিট ২০২৫-এর অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ৩ লাখ পর্যটক নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেন। এই আয়োজনের মাধ্যমে ব্যবসায়িক সেশন, নেটওয়ার্কিং এবং ভ্রমণ-সংক্রান্ত ট্রিপের মাধ্যমে মালয়েশিয়ার সাংস্কৃতিক, ইকো-ট্যুরিজম, কুলিনারি ও অ্যাডভেঞ্চার তুলে ধরা হবে।
পর্যটকরা যেন বেশি দিন থেকে বেশি খরচ করেন, সেই পরিকল্পনা ধরে এগোচ্ছে মালয়েশিয়ান সরকার।
logo-1-1740906910.png)