মালয়েশিয়ার খবর ৪ অক্টোবর ২০২৫
কুয়ালালামপুরে ট্রাফিক অভিযান, নোটিশের ছড়াছড়ি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১৭:১৪
মালয়েশিয়ার কুয়ালালামপুরে ট্রাফিক অভিযান চলছে, যেখানে মাত্র দুই দিনে ৭ হাজার ১৩টি ট্রাফিক ভঙ্গের জন্য জরিমানা নোটিশ জারি করা হয়েছে। বারনামা এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, জারি করা নোটিশের মধ্যে সবচেয়ে বেশি এসেছে যান চলাচল বাধাগ্রস্ত করার জন্য, যার সংখ্যা ৪ হাজার ৯৬৩টি। কুয়ালালামপুরে আছে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। চলমান ট্রাফিক অভিযানে তাদেরও সতর্ক থাকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা।
দেশটির ট্রাফিক বিভাগ অভিযোগ করেছে, রাজধানীতে অনেকেই আছে যারা ট্রাফিক আইন, সিগন্যাল মেনে চলছেন না। কুয়ালালামপুর পুলিশ কমিশনার দাতুক ফাদিল মারসুস জানিয়েছেন, অভিযানটি শহরের ব্যস্ত এলাকা থেকে শুরু করে শহরের বিভিন্ন প্রান্তে পরিচালিত হচ্ছে। পুরো বছরব্যাপী চলবে এই অভিযান, যা শহরটিকে আন্তর্জাতিক ইভেন্টের প্রস্তুতির জন্য ট্রাফিক আইন মেনে চলার দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলবে।
logo-1-1740906910.png)