মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়ে অনলাইন সেক্স সিন্ডিকেট

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০৮:২৮

মালয়েশিয়ায় অনলাইনভিত্তিক একটি যৌনচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। রাজধানী কুয়ালালামপুরের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে এই চক্রের সদস্যদের আটক করা হয়।
ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ২৮ জন বিদেশি নারী এবং ৫ জন স্থানীয় পুরুষ রয়েছেন। এই নারীরা মূলত থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম এবং চীন থেকে এসেছেন। তাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।
অভিযানে দেখা যায়, এই চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে যৌনসেবা প্রচার করত এবং হোটেল ও অ্যাপার্টমেন্টে ক্লায়েন্টদের পাঠানো হতো। গ্রাহকদের সঙ্গে যোগাযোগ, অর্থ লেনদেন এবং সময় নির্ধারণ সবই অনলাইনে সম্পন্ন হতো।
রুসলিন জানান, এই চক্রটি অত্যন্ত সুসংগঠিত এবং প্রযুক্তিনির্ভর। তারা প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০ জন গ্রাহকের সঙ্গে লেনদেন করত। অভিযানে বেশ কিছু মোবাইল ফোন, ল্যাপটপ, কনডম এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশ কয়েকজনের পাসপোর্ট নেই এবং অনেকে পর্যটক ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। তাদের বিরুদ্ধে অভিবাসন আইন এবং মানব পাচারবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, এই ধরনের অপরাধ দমনে তারা আরো কঠোর অভিযান চালাবে এবং প্রযুক্তিনির্ভর অপরাধ চিহ্নিত করতে সাইবার ইউনিটকে সক্রিয় করা হবে।
তথ্যসূত্র: দ্য স্ট্রেইট নিউজ