মালয়েশিয়ার খবর ২ অক্টোবর ২০২৫
মালয়েশিয়ায় অভিযানে ৮ বাংলাদেশিসহ ৪১ জন আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৫:০২
মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইমিগ্রেশন বিভাগের চলমান অভিযানে ৮ বাংলাদেশি পুরুষসহ ৪১ জনকে আটক করেছে দেশটির পুলিশ। আটককৃতদের মধ্যে আরো রয়েছেন ২২ জন থাই নারী, ৯ জন ভিয়েতনামী এবং দুইজন স্থানীয় ম্যানেজার। বারনামা এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, এক মাসের নজরদারির পর চালানো এই অভিযানে মোট ৬৩ জনকে চেক করা হয়। আটক ব্যক্তিরা মূলত গৃহকর্মী ভিসায় মালয়েশিয়ায় প্রবেশ করলেও শর্ত ভঙ্গ করে নাইট ক্লাব ও বিনোদন কেন্দ্রে গেস্ট রিলেশন্স অফিসার হিসেবে কাজ করছিলেন। তাদের বিরুদ্ধে ভিসার শর্ত লঙ্ঘন, ওভারস্টে এবং বৈধ নথিপত্র না থাকার অভিযোগ আনা হয়েছে। অনেকের কাছে বৈধ ট্রাভেল ডকুমেন্ট ছিল বলে অভিযোগ করেছে পুলিশ।
আটককৃত প্রত্যেকের বয়স ২০ থেকে ৫০ বছর। ইমিগ্রেশন বিভাগ সতর্ক করেছে, অবৈধ অভিবাসীকে আশ্রয় বা চাকরি দেওয়া দোষীদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মালয়েশিয়ায় নয় লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি আছেন। দেশটিতে চলমান ইমিগ্রেশনের অভিযানে নিয়মিত গ্রেফতার হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা।
logo-1-1740906910.png)