Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ার খবর ১ অক্টোবর

মালয়েশিয়ায় ইমিগ্রেশনের রেইড, এক বাংলাদেশিসহ ৯ জন আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১৫:০৭

মালয়েশিয়ায় ইমিগ্রেশনের রেইড, এক বাংলাদেশিসহ ৯ জন আটক

মালয়েশিয়ার জোহর রাজ্যে ইমিগ্রেশন বিভাগের অভিযানে এক বাংলাদেশিসহ ৯ জনকে আটক করেছে দেশটির পুলিশ। নিউ স্ট্রেইটস টাইমস এ খবর দিয়েছে।

খবরে আরো বলা হয়েছে, আটককৃতদের মধ্যে একজন বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত ও মিয়ানমারের নাগরিক রয়েছে। তবে তাদের কারোরই নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। গ্রেফতারকৃতরা মালয়েশিয়াতে কোনো প্রকার কাজের অনুমতি কিংবা ভ্রমণের সঠিক কাগজপত্র ছাড়াই কাজ করছিল বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ। দুই সপ্তাহ ধরে এই কর্মীদের বিষয়ে খোঁজ নিচ্ছিল ইমিগ্রেশন বিভাগ। আটককৃতরা সবাই মোটরসাইকেল ওয়ার্কশপ ও একটি ইলেকট্রিক যন্ত্রপাতির দোকানে মোটরসাইকেল মেকানিক ও সেলস্ ম্যান হিসেবে কাজ করছিল।তাদের বয়স ২২ থেকে ৬০ বছরের মধ্যে। আটককৃতদের আরো তদন্তের জন্য সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। 

মালয়েশিয়ায় বেশ কিছু দিন ধরে অবৈধ ও অনথিভুক্ত কর্মীদের গ্রেফতার অভিযান চলছে। যাতে নিয়মিত প্রবাসী বাংলাদেশিদের গ্রেফতারের খবর পাওয়া যাচ্ছে। মালয়েশিয়ায় আছেন ৯ লক্ষাধিক বাংলাদেশি।

Logo