মালয়েশিয়ায় বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২০২৫

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০

মালয়েশিয়ার কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল মালয়েশিয়া (বিবিএফএম) ২০২৫। মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের (এমবিএফএ) উদ্যোগে দিনব্যাপী এই উৎসব প্রবাসী বাংলাদেশিদের আত্মপরিচয়, সংস্কৃতি ও ব্যবসার এক অনন্য প্রদর্শনীতে পরিণত হয়।
উৎসবের প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার রাজার ছোট বোন প্রিন্সেস অব জহুর ও তুঙ্কু হাজাহ মারিয়াম জাহারা। তিনি বিকেল ৩টায় ফেস্টিভ্যালে যোগ দিয়ে বাংলাদেশি শ্রমিকদের ‘আধুনিক মালয়েশিয়ার অজ্ঞাতনামা নায়ক’ হিসেবে অভিহিত করেন।
সকাল ১০টায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে উৎসবের সূচনা হয়। বিজয়ীদের হাতে বই কেনার অর্থ তুলে দেয় বাংলাদেশ হাইকমিশন। এরপর ‘ইনোভেটিভ আইডিয়া পিচিং’ পর্বে শিক্ষার্থীরা নতুন ব্যবসায়িক ধারণা উপস্থাপন করেন, যা ব্যবসায়িক নেতৃবৃন্দের প্রশংসা কুড়ায়।
দিনব্যাপী এক্সক্লুসিভ নেটওয়ার্কিং সেশনে দুই দেশের উদ্যোক্তারা বিনিয়োগ ও অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন। সাংস্কৃতিক পরিবেশনা, ফ্যাশন শো ও আবৃত্তি মঞ্চ মাতায়। বিকেলে ‘সিম্ফনি অব ফ্রেন্ডশিপ’ পর্বে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশিত হয় এবং “বাংলাদেশ: ল্যান্ড অব স্টোরিস” বইয়ের উদ্বোধন হয়।
বিশেষ অতিথি প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলাদেশ-মালয়েশিয়া অংশীদারিত্ব জোরদারের ওপর গুরুত্ব দেন। এমবিএফএর প্রেসিডেন্ট ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “বিবিএফএম দুই দেশের মধ্যে সেতুবন্ধন।”
ফেস্টিভ্যালে একাডেমিক, ব্যবসা ও সংস্কৃতিতে অবদানের জন্য পুরস্কার প্রদান করা হয়। মনির খানের পরিবেশনায় জমে ওঠে ‘বাংলাদেশ নাইট’, যা প্রবাসীদের মাঝে আবেগঘন মুহূর্ত সৃষ্টি করে।
আয়োজকরা জানান, বিবিএফএম ২০২৫ মালয়েশিয়ার বহুজাতিক সমাজে বাংলাদেশকে নতুন আলোয় তুলে ধরেছে; শ্রম নয়, বরং উদ্ভাবন, সংস্কৃতি ও সম্ভাবনার দেশ হিসেবে।
তথ্যসূত্র: দৈনিক বাংলাদেশ প্রতিদিন