Logo
×

Follow Us

এশিয়া

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ৪০ কোটি টাকার প্রতারণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ৪০ কোটি টাকার প্রতারণা

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ৪০ কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেডের মালিক নূর আলীসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ২৮ সেপ্টেম্বর গুলশান থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এ মামলা দায়ের করা হয়।

সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির নামে সংঘবদ্ধ প্রতারণার মাধ্যমে ৪০ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্তরা সরকার নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত অর্থ আদায় করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত দুই বছরে ৩ হাজার ৭৮৭ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো হয়। যেখানে সরকার নির্ধারিত ফি ছিল ৭৮ হাজার ৯৯০ টাকা, সেখানে অভিযুক্তরা জনপ্রতি ১ লাখ ৫০ হাজার টাকা আদায় করেন। অতিরিক্ত অর্থ আদায়ের মধ্যে ছিল পাসপোর্ট, কোভিড-১৯ টেস্ট, মেডিকেল ফি ও পোশাক-সংক্রান্ত খরচ।

সিআইডি জানায়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী একটি গুরুতর অপরাধ। মামলাটি সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম বিভাগ তদন্ত করছে।

উল্লেখ্য, আলোচিত ব্যবসায়ী নূর আলী ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। আশির দশকে জনশক্তি রপ্তানির মাধ্যমে তার ব্যবসার শুরু হলেও পরবর্তী সময়ে তিনি আবাসন, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, মিডিয়াসহ বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণ করেন।

সিআইডির এই পদক্ষেপ জনশক্তি রপ্তানির নামে প্রতারণা রোধে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। তদন্তে দোষী প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর

Logo